শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ১১:৫৭:২১

দেশে আসছেন শাবানা

দেশে আসছেন শাবানা

বিনোদন ডেস্ক : এক সময়ের ঢালিউড কাঁপানো অভিনেত্রী শাবানাকে নিয়ে মৃত্যু গুজব ছড়িয়েছিল।  তিনি নিজেই সেই গুজব উড়িয়ে দিয়ে সহসাই দেশে ফিরছেন।  তার মৃত্যুর গুজবে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।  

নিজের মৃত্যু গুজবে খোদ অভিনেত্রী শাবানাও বিব্রতকর অবস্থায় পড়েন।  শাবানার খুব কাছের মানুষ প্রখ্যাত নির্মাতা আজিজুর রহমান বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাবানার সঙ্গে মুঠোফোনে কথা বলে গণমাধ্যমকে জানান, এমন গুজবে শাবানা খুবই বিব্রতবোধ করছেন।

গুজবের বিষয়ে বিউটি কুইন খ্যাত শাবানা বলেন, দিনভর এ ধরনের প্রচুর ফোন কল এসেছে।  আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছি।  কোন কারণে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হলো আমি জানি না।  না জেনে এমন খবর প্রকাশ করা কোনোভাবেই ঠিক হয়নি।

নন্দিত অভিনেত্রী শাবানা ফেব্রুয়ারিতে দেশে আসছেন।  সবকিছু ঠিকঠাক থাকলে ৫ ফেব্রুয়ারি ঢাকায় থাকবেন তিনি।  আজ শুক্রবার দুপুরে এমনটাই জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান।

অমিত হাসান বলেন, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই গুজব ছড়ায়, শাবানা ম্যাডাম মারা গেছেন।  পরিচিতজনদের অনেকে এ ব্যাপারে নিশ্চিত হতে ফোন করেন।  এরপর রাতেই শাবানা ম্যাডামের খুব কাছের কয়েকজন আত্মীয়ের সঙ্গে আমার কথা হয়।  তারা আমাকে নিশ্চিত করেছেন, শাবানা ম্যাডাম ভালো আছেন।  তাদের সঙ্গে ম্যাডামের নিয়মিত যোগাযোগ রয়েছে।

বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা শাবানাকে ঘিরে গতকাল বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে গুজব।  একটি অনলাইন পোর্টালের খবরের বিভ্রান্তিকর শিরোনাম থেকে শাবানার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।  

উল্লেখ্য, হঠাৎ ১৯৯৭ সালে চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন শাবানা।  এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি।  

২০০০ সালে সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রে।  সেই থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।  মাঝে-মধ্যে দেশে এসে আবার চলে যান।
১৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে