শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৪:৪০:৩৭

দেশ নয়, খারাপ দেশের মানুষরা : অক্ষয় কুমার

দেশ নয়, খারাপ দেশের মানুষরা : অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : নতুন ছবি ‘এয়ারলিফ্টে’এর প্রচারের জন্য কলকাতায় আসার কথা ছিল বিকেলে, এলেন রাত ৮টায়! হাজির হয়েই অক্ষয়ের অকপট স্বীকার, ‘ফ্লাইট আমাকে ক্লান্ত করে ফেলেছে ৷ ’

চোখে-মুখে হালকা মেকআপ থাকলেও, ক্লান্তির ছাপ স্পষ্ট তবে মুখে নয় বরং কথা বলার আদব-কায়দায় ক্লান্তি নজরে এল বেশি!

হলিডে ও বেবি’র মতই এই সিনেমা কি কোন নির্দিষ্ট দেশকে নিয়ে? উত্তরে অক্ষয় বলেন, কোনও সিনেমাই কোনও এক বিশেষ দেশকে নিয়ে হতে পারে না, অন্তত এটা আমার মনে হয়৷ আমি কোনওদিনই এভাবে ছবি বাছাই করি না৷ আর সত্যি কথা বলতে, ‘এয়ারলিফ্ট’ ছবিটি কোনও নির্দিষ্ট দেশকে নিয়ে নয়, বরং মানুষকে নিয়ে৷

পাঠানকোটে জঙ্গি হামলা ব্যাপারে অক্ষয়ের প্রতিক্রিয়া বেশ আলোড়ন ফেলে দেয় মিডিয়ায়৷ তিনি যেভাবে পাকিস্তানের সমালোচনা করেছেন, বলিউডের অন্য কাউকে এর আগে করতে দেখা যায়নি৷ পাঠানকোটে হামলা প্রসঙ্গে তিনি বলেছিলেন পাকিস্তানে ঢুঁকে জঙ্গিদের মারা উচিত।

এই মন্তব্যের কারণে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অক্ষয়, পাকিস্তান সম্পর্কে তার অভিমত জানতে চাইলে অক্ষয় বলেন, দেখুন, আমি যে কোনও জঙ্গি হামলার সমালোচনা করি৷ সেটা ভারতে হোক কিংবা ভারতের বাইরে৷ জঙ্গি হামলার সঙ্গে যে দেশই যুক্ত থাকুক না, সেই দেশকে নিয়েই সমালোচনা করব৷ শুধু পাকিস্তান নয়৷ আর আমার মনে হয়, কোনও দেশই খারাপ হতে পারে না৷ খারাপ হয় দেশের মানুষরা৷

১৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে