রবিবার, ১৩ মার্চ, ২০২২, ০১:১৮:৩৩

নিরাহুয়ার সঙ্গে বৃষ্টিস্নাত অবস্থায় আম্রপালির অঙ্গভঙ্গিতে ঘায়েল দর্শকরা!

নিরাহুয়ার সঙ্গে বৃষ্টিস্নাত অবস্থায় আম্রপালির অঙ্গভঙ্গিতে ঘায়েল দর্শকরা!

বিনোদন ডেস্ক : বলিউডের সাথে তাল মিলিয়ে সুপারহিট ডায়লগ এবং মিউজিকের দিক থেকে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিনোদনের প্রাঙ্গন হয়ে উঠেছে ভোজপুরি ইন্ডাস্ট্রি! ইউটিউব খুললেই ভোজপুরি মিউজিক অ্যালবাম গুলিতে দেখা যায় লাখো লাখো ভিউজ। 

তবে ভোজপুরি ইন্ডাস্ট্রির কথা উঠলেই যে জুটির নাম প্রথমেই আসে তারা আর কেউ নন আম্রপালি দুবে এবং দিনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া! ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কেননা ভোজপুরি মিউজিক অ্যালবামগুলিকে সাধারণত ইউটিউব এর মাধ্যমেই লঞ্চ করা হয় এবং প্রত্যেকটি গানে আসা ভিউজ এবং লাইকের সংখ্যাই বলে দেয় তার জনপ্রিয়তা। 

সম্প্রতি নেটাগরিকদের দৌলতে ফের আরও একবার ভাইরাল হলো বছর কয়েক আগে সুপারহিট ভোজপুরি গান তানি ছুঁ লা। মিউজিক ভিডিওটিতে বৃষ্টিস্নাত অবস্থায় আম্রপালি এবং নিরাহুয়ার মিষ্টি রোমান্স বেজায় পছন্দ হয়েছে নেটাগরিকদের। এমনিতে আম্রপালির সৌন্দর্য্যে ক্লিন বোল্ড দর্শকেরা আর তার ওপর উপরি পাওনা হিসেবে তার অসাধারণ এক্সপ্রেশন ঘুম উড়িয়েছে পুরুষ ভক্তদের। আপাদমস্তক বৃষ্টিস্নাতা নায়িকার চাবুক অঙ্গভঙ্গি ঘায়েল করেছে দর্শকদের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে