রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১১:০৫:৩৯

একদিনেই আয় ২৪০ কোটি, ভারতীয় সিনেমায় নতুন রেকর্ড!

একদিনেই আয় ২৪০ কোটি, ভারতীয় সিনেমায় নতুন রেকর্ড!

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে আগের সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিল 'আরআরআর'! মাত্র একদিনেই আয় ২৪০ কোটি রুপি। আর এর মাধ্যমে বহুল প্রতীক্ষিত সিনেমা 'আরআরআর' জায়গা করে নিল ইতিহাসে।

এদিকে বোম্বে টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবার মুক্তি পেয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে 'আরআরআর'।

এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল 'বাহুবলী ২'। মোট ৬০০ কোটি রুপি বাজেটের সিনেমা 'আরআরআর'। মুক্তির আগেই ৮০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এ ছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি সংগ্রহ করেছে ১৩৫ কোটি রুপি।

সিনেমাটি পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। আরও আছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট। ধারণা করা হচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাস নতুন রেকর্ড করবে 'আরআরআর'।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে