সোমবার, ২৮ মার্চ, ২০২২, ০২:৩৭:২৬

আমি এ নিয়ে এর বেশি কিছু বলতে পারব না : নওয়াজুদ্দিন

আমি এ নিয়ে এর বেশি কিছু বলতে পারব না :  নওয়াজুদ্দিন

বিনোদন ডেস্ক: কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরি উপত্যকা থেকে তৈরি বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'। তবে এক অংশ ছবিটিকে প্রামাণ্য ইতিহাস হিসেবে মনে করলেও আর এক অংশ বলছে, বিকৃত হয়েছে ইতিহাস। এ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। কী বললেন তিনি? খুব বিতর্কিত কিছু বলেননি তিনি। তবে যেটুকু বলেছেন তার মধ্যে মনোভাব কিছুটা হলেও বোঝা যায়।

নওয়াজ বললেন, ‘এই ব্যাপার সম্পর্কে কিছুই জানি না। তবে প্রত্যেক পরিচালকের সিনেমা বানানোর নিজস্ব স্টাইল এবং দৃষ্টিকোণ থাকে। তিনি (বিবেক অগ্নিহোত্রী) নিজের দৃষ্টিকোণ অনুযায়ী ছবি বানিয়েছেন, যেটা ভাল। অন্যেরা তাদের নিজেদের দৃষ্টিকোণ নিয়ে ভবিষ্যতে ছবি বানাবে যা খুবই ভাল বিষয়। যখন একজন ফিল্মমেকার সিনেমা বানান তখন তার নিজের দৃষ্টিভঙ্গি, নিজস্ব ইউনিক চিন্তাধারা অনুযায়ী বানান। পরিচালকদের তাদের নিজের ভাবনা যোগ করার স্বাধীনতা দেওয়া উচিত, এমনকী তা যদি ইতিহাস নির্ভর ছবি হয় তাও। আমি এ নিয়ে এর বেশি কিছু বলতে পারব না, কারণ আমি ছবিটা দেখিনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে