বিনোদন ডেস্ক : আজ ২৮ মার্চ ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। আর এদিনেই আসছে বড় ঘোষণা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাস করা এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস তাই বিশেষ আয়োজন করেছে। হবে ছবির মহরত। দেশটির নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে হবে নতুন সিনেমার জমকালো আয়োজন হচ্ছে।
হিমেল আশরাফ পরিচালিত ছবিটির নাম ‘রাজকুমার’। যেখানে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকাকে। ছবিটির অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এসকে ফিল্মসের সঙ্গে এতে সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। জানা যায়, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমেরিকায় সিনেমার শুটিং শুরু হবে। টানা এর কাজ চলবে আগস্ট পর্যন্ত।