বিনোদন ডেস্ক: ‘আমার কোনও ধর্ম নেই। আমি কোথায় যাব?’ নিজের ফেসবুক পোস্টে এমন প্রশ্নই তুলেছেন ভারতের কেরালার প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী মানসিয়া ভি পি। ওই নৃত্যশিল্পীকে কেরালার একটি মন্দিরে অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়েছে। মূলত সে হিন্দু না হওয়ার কারণে তাকে নিষেধ করা হয়েছে।
আগামী ২১ এপ্রিল ত্রিশুর জেলার কুড়ালমণিক্যম মন্দিরে অনুষ্ঠান করার কথা ছিল প্রখ্যাত নৃত্যশিল্পী মানসিয়া ভি পির। কিন্তু ফেসবুক পোস্টে মানসিয়া জানিয়েছেন, ত্রিশুরের ইরিঞ্জালাকুড়ার ওই মন্দির কর্তৃপক্ষ তাকে অনুষ্ঠান করতে নিষেধ করে বার্তা পাঠিয়েছেন। এবং কারণ হিসাবে জানানো হয়েছে, যেহেতু তিনি হিন্দু নন, তাই মন্দিরে অনুষ্ঠান করতে পারবেন না।
মানসিয়া জানিয়েছেন, কুড়ালমাণিক্যম মন্দিরটি রাজ্য সরকারের দেবশ্বম বোর্ড দ্বারা পরিচালিত। তাদের তরফেই নিষেধ করা হয়েছে তাকে ওই মন্দিরে নৃত্য পরিবেশন করতে। মানসিয়া দক্ষিণি নৃত্যশৈলী ভরতনাট্যম নিয়ে বর্তমানে পিএইচডি করছেন। এর আগে তাকে কট্টর মুসলিমদের কোপেও পড়তে হয়েছিল। প্রশ্ন তোলা হয়েছিল, মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও তিনি কেন নৃত্যের মতো একটি শিল্পের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন।
এদিকে ফেসবুকে সাম্প্রতিক বিষয়টি নিয়ে ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেছেন মানসিয়া। জানিয়েছেন, শ্যাম কল্যাণ নামে এক সংগীত শিল্পীকে তিনি বিয়ে করেছেন এবং তারপর হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তারপরও তাকে হেনস্তার শিকার হতে হচ্ছে! তার বক্তব্য, 'আমার কোনও ধর্ম নেই। আমি কোথায় যাব?' মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দিয়েছে, 'ঐতিহ্য অনুযায়ী কেবল হিন্দুরাই এই মন্দিরে অনুষ্ঠান করতে পারবেন। আমরা শুধু মন্দিরের ঐতিহ্য ও নিয়ম অনুসরণ করেছি।' সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস