সোমবার, ০৪ এপ্রিল, ২০২২, ১০:১৬:৪৫

সে যেই ধর্মাবলীরই হোক না কেন, টিপ পরা তার একান্ত ব্যক্তিগত বিষয়: নায়লা নাঈম

সে যেই ধর্মাবলীরই হোক না কেন, টিপ পরা তার একান্ত ব্যক্তিগত বিষয়: নায়লা নাঈম

বিনোদন ডেস্ক : চলমান টিপকাণ্ডে কিংবদন্তি অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, 'দেশের কোন আইনে আছে টিপ পরা যাবে না?' এরপরই শিল্পীদের প্রতিবাদে সরব হয়ে ওঠে নেটমাধ্যম। এবার টিপ ইস্যুতে মুখ খুললেন মডেল ও দন্ত চিকিৎসক নায়লা নাঈম।

রোববার (৪ এপ্রিল) ফেসবুকে নিজের টিপ পরা ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বাংলাদেশের কোনো সংবিধানে বা আইনে লেখা নেই যে, একজন নারী টিপ পরতে পারবে না। সে যেই ধর্মাবলীরই হোক না কেন, সে সধবা-বিধবা যেটাই হোক না কেন, সে টিপ পরবে কি পরবে না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।'

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নায়লা নাঈম বলেন, 'সম্প্রতি একজন প্রভাষকের সঙ্গে যে ঘটনাটা ঘটল, বাঙালি নারী হিসেবে আমি সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। ব্যাপারটা সত্যিই দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের সবার জন্য।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে