শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৫:১৫

‘পিকে’র প্রচারে আইএসের সাহায্য নিয়েছিলেন আমির’

‘পিকে’র প্রচারে আইএসের সাহায্য নিয়েছিলেন আমির’

বিনোদন ডেস্ক : বলিউড স্টার আমির খানকে জড়িয়ে কদিন আগে ভারতে শুরু হয়েছিল অসহিষ্ণুতা। তার কারণে ভারতের উগ্রবাদী হিন্দুদের তোপের মুখে পড়েন আমির খান। তবে এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা জানালেন আমিরের সেই আলোচিত ছবি ‘পিকে’র বিষয়ে। বলিউডের খানদানি খান আমিরের ২০১৪ সালের বহুল আলোচিত ছবি ‘পিকে’। এই ছবির প্রচারে আমির পাকিস্তানি গোয়েন্দা সংস্থা অাইএসআইয়ের সহযোগিতা নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতা সুব্রামনিয়াম স্বামী। আমির খানকে ঘিরে তার এ মন্তব্য আরেক হিন্দু নেতা রাম মহাদেবের মন্তব্যেরই ধারাবাহিকতা বলেই উল্লেখ করা যায়।

আজ শনিবার বার্তা সংস্থা এএনআইকে সুব্রামনিয়াম স্বামী বলেন, ‘আমি তার মন্তব্যকে (অসহিষ্ণুতা নিয়ে) গুরুত্ব দিচ্ছি না। আমি এটা জানি যে, তিনি তার ছবি পিকে’র প্রচারণার জন্য আইএসআইয়ের সাহায্য নিয়েছিলেন। তিনি কিন্তু এখনো এ ব্যাপারে স্পষ্ট কিছু বলছেন না। ইনক্রেডিবল ইনডিয়ার একজন অ্যামবাসাডর হওয়া সত্ত্বেও তিনি বলেছেন যে, তার স্ত্রী ভারতে নিরাপদ বোধ করছেন না। এটা ঠিক নয়। তিনি যদি নিরাপদ বোধ না করেন, তাহলে তার এখান থেকে চলে যাওয়া উচিত’।

বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এর আগে মন্তব্য করেছিলেন যে, আমির একজন অটোরিকশাচালককে দেশপ্রেম সেখানোর পাশাপাশি স্ত্রীকেও দেশপ্রেম সেখানো উচিত ছিল। দিল্লির একটি কলেজে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘কিভাবে দেশের সম্মান রক্ষা করা যায়- এটা শুধু একজন অটোরিকশাওয়ালাকেই শেখালে হবে না, নিজের স্ত্রীকেও শেখাতে হবে।’

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে মি. পারফেকশনিস্ট ভারতে অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলে নিজেই ব্যাপক অসহিষ্ণুতার শিকার হয়েছেন। সমাজে একধরনের ‘নিরাপত্তার অভাব’ ও ‘ভয়’ বিরাজ করছে বলে মন্তব্য করেছিলেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। তিনি বলেছিলেন, ‘আমি যখন ঘরে ফিরি তখন কিরন (আমিরের স্ত্রী) আমাকে বলে, চল আমরা ভারতের বাইরে কোথাও চলে যাই।’-টাইমস অব ইন্ডিয়া
১৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে