শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৭:৫২:২৭

ফিল্মফেয়ারে জয়জয়কার ‘বাজিরাও মাস্তানি’র

ফিল্মফেয়ারে জয়জয়কার ‘বাজিরাও মাস্তানি’র

বিনোদন ডেস্ক : ৬১ তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে একগুচ্ছ পুরস্কার কুড়িয়ে নিল বলিউডের ২০১৫ সালের ছবি ‘বাজিরাও মস্তানি’ এবং তার পুরো টিম। সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কারসহ অনেকগুলো পুরস্কার ঝুলিতে এসেছে। সেরা অভিনেতা রণবীর এবং সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং সেরা পরিচালক অবশ্যই বনশালি। দেয়া হল এই আসলের পুরস্কারের সম্পূর্ণ তালিকা। বলিউডের ক্রেম ডেল লা ক্রেম উপস্থিত ছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। কারা কোন পুরস্কার পেলেন, রইল তার তালিকা—

সেরা অভিনেতা : রণবীর সিং (‘বাজিরাও মাস্তানি’-র জন্য)

সেরা অভিনেত্রী : দীপিকা পাডুকোন (‘পিকু’-র জন্য)

সেরা চলচ্চিত্র : ‘বাজিরাও মাস্তানি’

সেরা পরিচালক : সঞ্জয় লীলা বনশালি (‘বাজিরাও মাস্তানি’-র জন্য)

লাইফটাইম অ্যাচিভমেন্ট : মৌসুমি চট্টোপাধ্যায়

সেরা নতুন পরিচালক : নীরজ ঘায়ান (‘মাশান’-এর জন্য)

সেরা নতুন মুখ (পুরুষ) : সুরজ পঞ্চোলি (‘হিরো’ ছবির জন্য)

সেরা নতুন মুখ (মহিলা) : ভূমি পেডনেকার (‘দম লাগা কে হাইশা’ ছবির জন্য)

ক্রিটিক্‌স অ্যাওয়ার্ড সেরা চলচ্চিত্র : ‘পিকু’

ক্রিটিক্‌স অ্যাওয়ার্ড সেরা অভিনেতা : অমিতাভ বচ্চন (‘পিকু’-র জন্য)

ক্রিটিক্‌স চয়েস সেরা অভিনেত্রী : কঙ্গনা রানাউত (‘তনু ওয়েড্‌স মনু রিটার্নস’-এর জন্য)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী : প্রিয়ঙ্কা চোপড়া (‘বাজিরাও মাস্তানি’-র জন্য)

সেরা গল্প : ভি বিজয়ন প্রসাদ (‘বাজরাঙ্গি ভাইজান’)  

সেরা গায়ক : অরিজিৎ সিং (‘সুরজ ডুবা হ্যায়’, ‘রয়’ ছবির গান)

সেরা গায়িকা : শ্রেয়া ঘোষাল (‘দিওয়ানি মাস্তানি’, ‘বাজিরাও মাস্তানি’-র গান)

সেরা ভিএফএক্স : প্রাণা স্টুডিও (‘বম্বে ভেলভেট’)

সেরা সংলাপ : অনুপম রায় (‘পিকু’-র জন্য)

সেরা অ্যাকশন : শাম কৌশল (‘বাজিরাও মাস্তানি’)

সেরা সিনেমাটোগ্রাফি : মনু আনন্দ (‘দম লাগা কে হাইশা’-র জন্য)

সেরা কোরিওগ্রাফি : বিরজু মহারাজ (‘মোহে রঙ্গ দে লাল’, ‘বাজিরাও মাস্তানি’)

সেরা সম্পাদনা : ‘তলওয়ার’

সেরা প্রযোজনা পরিকল্পনা : সুজিত সাওয়ান্ত, সালোনি এবং শ্রিয়াম আইয়াঙ্গার (‘বাজিরাও মাস্তানি’)

সেরা পোশাক পরিকল্পনা : অঞ্জু মোদী এবং ম্যাক্সিমা (‘বাজিরাও মাস্তানির জন্য’)
১৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে