সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ০৫:৫৩:৪২

যুক্তরাষ্ট্রে জনরোষের মুখে পড়ে অপদস্ত অভিনেত্রী সঞ্জীবনী

যুক্তরাষ্ট্রে জনরোষের মুখে পড়ে অপদস্ত অভিনেত্রী সঞ্জীবনী

বিনোদন ডেস্ক: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির চারদিকে এক সংকটময় অবস্হা। নিত‌্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু হু করে। বিদ্যুৎ বাঁচাতে রাস্তাঘাটের আলো সমস্ত নিভিয়ে রাখা হচ্ছে। বেশিরভাগ সময়ই লোডশেডিং। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ করছে লঙ্কানরা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ আয়োজন করে সেখানে অবস্থানরত শ্রীলঙ্কার একটি গ্রুপ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের সময় গোটাবাইয়া রাজাপাকসেকে সমর্থন করেছিলেন অভিনেত্রী সঞ্জীবনী বীরাসিঙ্গে। এ কারণে অ্যাঞ্জেলেসে আয়োজিত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে অপদস্ত হয়েছেন তিনি। 

বিক্ষোভে যোগ দিতে গেলে তাকে ধিক্কার দেয়া হয় এবং বিক্ষোভ থেকে ফিরিয়ে দেয়া হয়। শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ওই বিক্ষোভ আয়োজন করেছিল শ্রীলঙ্কার একটি গ্রুপ। তারা দেশে সরকার ও প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভের ডাক দেন। এতে যোগ দিতে গিয়েছিলেন ওই অভিনেত্রী। কিন্তু সেখানে তিনি জনরোষের মুখে পড়েন। তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে