মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২:২৫:৫৬

সিনেমা জগতের ইতিহাসে এই রেকর্ড শুধুই রাজমৌলির

সিনেমা জগতের ইতিহাসে এই রেকর্ড শুধুই রাজমৌলির

বিনোদন ডেস্ক: এস এস রাজমৌলি দক্ষিণী তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আজ পুরো ভারতে তিনি জনপ্রিয় একজন পরিচালক। তার কাজ করার কৌশল এবং কল্পনা সম্পূর্ণ আলাদা ও প্রখর। তিনি বড় বাজেটের সিনেমা করে থাকেন এবং তার পিছনে তিনি প্রচুর পরিশ্রম ও মেধা ব্যয় করেন। তার সাথে কাজ করতে মুখিয়ে থাকেন সবাই।

বাহুবলি বা আরআরআর ছবির জন্য আজ তিনি আমাদের কাছে পরিচিত হলেও মূলত তার সিনেমা জগতের ক্যারিয়ার ২১ বছর হয়ে গেছে। কিন্তু বিশেষত্ব হল, যে তার কোনও ছবিই আজপর্যন্ত ফ্লপ হয়নি। প্রতিটি ছবিই হিট হয়েছে। এমন রেকর্ড ভারতের অন্য কোনও পরিচালকের নেই। তার পরিচালিত ছবিগুলি বরাবরই দর্শকদের টেনেছে। রাজামৌলি তার এই কাজকর্মের নিপুনতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।

রাজামৌলির বাবা এ ভি বিজয়েন্দ্র প্রসাদও ছিলেন একজন বড় মাপের পরিচালক ও লেখক। তিনি বেশকিছু ব্লকবাস্টার সিনেমার কাহিনী লিখেছেন। তার মধ্যে হলো বাহুবলী, মাগধীর, মণিকর্ণিকা, বজরঙ্গি ভাইজান এবং থালাইভির প্রমুখ। রাজমৌলি তার ক্যারিয়ার শুরু করেছিলেন 'স্টুডেন্ট নম্বর ১' দিয়ে। 

তার ছবিটি দারুণ ভাবে সুপারহিট হয়েছিল। রাজমৌলি তার প্রথম সিনেমায় নায়ক করেছিলেন জুনিয়র এনটিআরকে। এই ছবিটির পর রাজামৌলি ব্যাক টু ব্যাক অনেক ছবি দর্শকদের উপহার দেন। তিনি একটার পর একটা সুপারহিট ছবি বানিয়েছেন। তার মধ্যে হলো, সিংহদ্রি, সাই, ছত্রপতি, মাগধীরা, মরিয়দা রামান্না এবং ইগার প্রমুখ। এখনও পর্যন্ত যতগুলো ছবি বানিয়েছেন, প্রত্যেকটি ছবি সুপারহিট হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে