মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২:৪৪:৩২

মা বাঙালি, বাবা জার্মান! কেন মুসলিম পদবী ব্যবহার করে দিয়া মির্জা?

মা বাঙালি, বাবা জার্মান! কেন মুসলিম পদবী ব্যবহার করে দিয়া মির্জা?

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দিয়া মির্জা কর্ম জীবনের সাথে সাথে তার ব্যক্তিগত জীবনেও অনেক উঠাপড়ার দিন দেখেছেন। তার যখন মাত্র ৯ বছর বয়স, তখন তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তার বাবা ফ্রাঙ্ক হেনড্রিচ, জার্মানির বাসিন্দা ছিলেন, আর মা ছিলে বাঙালি। ডিভোর্সের পর তার মা আজিজ মির্জাকে বিয়ে করেন। দিয়া তার দ্বিতীয় পিতাকে খুবই ভালোবাসেন।

দিয়ার সাথে তার দ্বিতীয় পিতার সম্পর্ক খুবই কাছের ছিল। তার পিতার টাইটেলও তিনি ব্যবহার করেন। দিয়া মির্জা দেখতেও খুবই সুন্দর। একজন সুপারস্টার অভিনেত্রী চেয়ে কম নন। তিনি তার পেশাদার জীবনের পাশাপাশি, তার ব্যক্তিগত জীবনে প্রায়শই আলোচনা হয়ে থাকে। দিয়া মির্জা মাত্র ১৮ বছর বয়সে ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিকের মতো বড় খেতাব জিতেছিলেন।

 ‘তুমকো না ভুল পিওন’, ‘সালাম মুম্বাই’, ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’, ‘ তুমসা নাহি দেখা লাগে রাহ মুন্না ভাই’ প্রমুখ জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় করেছেন। অভিনেত্রীর সবচেয়ে জনপ্রিয় ফিল্ম হলো ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। যেখানে তিনি তার চরিত্রের জন্য লক্ষ লক্ষ দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে