শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ০৩:১৫:২৫

নিজের স্কুলের বড় দায়িত্বে অরিজিৎ সিং, তাহলে কি মুম্বাই ছাড়লেন?

নিজের স্কুলের বড় দায়িত্বে অরিজিৎ সিং, তাহলে কি মুম্বাই ছাড়লেন?

বিনোদন ডেস্ক : সঙ্গীত জগতকে দিয়েছেন অনেক কিছু, এবার নিজের গ্রামের মানুষদের জন্য কিছু করতে চান। নিজের জন্মস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং। বুধবার আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার রাজা বিজয় সিং বিদ্যামন্দির স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

ইতিমধ্যেই অরিজিৎ তার ছেলে এবং মেয়েকে বহরমপুরের কাছেই একটি বেসরকারি স্কুলে ভর্তি করিয়েছেন। ওই স্কুল সূত্রে জানা গেছে তার মেয়ে সপ্তম শ্রেণিতে এবং ছেলে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়েছে। রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুলে অরিজিৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ২০০২ সালে ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন বর্তমান সময়ের জনপ্রিয় এই গায়ক।

বলিউডের প্রথম সারির সমস্ত সুরকারদের প্রথম পছন্দ অরিজিৎ কিন্তু এখনও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ভোটার। এই বছরের পৌর নির্বাচনেও অরিজিৎকে সস্ত্রীক জিয়াগঞ্জের একটি বুথে ভোট দিতে দেখেছেন। রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুলে এতদিন পরিচালন সমিতির সভাপতি না থাকার জন্য শিক্ষা দপ্তরের জিয়াগঞ্জ সার্কেলের প্রশাসক মৌমিতা সাহা স্কুলের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। 

স্কুল সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল তারা রাজ্য শিক্ষা দপ্তর থেকে অরিজিৎ সিংকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রূপে নিযুক্ত করার চিঠি পান। বুধবার স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য এবং প্রশাসক মৌমিতা সাহার উপস্থিতিতে নিজের নতুন দায়িত্বভার গ্রহণ করলেন অরিজিৎ সিং। অনেকের মনে প্রশ্ন জেগেছে, নিজের কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থাতেই অরিজিৎ কি পাকাপাকিভাবে মুর্শিদাবাদে আসতে চলেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে