শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ০৪:৪৬:১৯

ছেলেকে স্কুলে ছাড়তে এলেন বাবা, কাছ থেকে দেখে ভিমরি খেলেন জনতা!

ছেলেকে স্কুলে ছাড়তে এলেন বাবা, কাছ থেকে দেখে ভিমরি খেলেন জনতা!

বিনোদন ডেস্ক: এতটাই মাটির মানুষ জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং যে কখনও নিজের গায়ে সেলিব্রেটি তকমা লাগাতে চান না। আর তার প্রমাণ পাওয়া গেল সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবির মধ্যে দিয়ে। ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, খুব সাধারণ পোশাক পরে ছেলেকে স্কুলে দিতে এসেছেন অরিজিৎ। সাধারণ অভিভাবকের মতোই ছিল আদব কায়দা। 

না আছে দেহরক্ষী, না আছে সেক্রেটারি। বরং অন্যান্য মা-বাবার মতো ছেলের স্কুলের গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অরিজিৎ। গায়ককে এমন রুপে দেখে ভিমরি খেলেন আপ্লুত জনতা। সবার মুখে একটাই কথা। এটাই হল আসল শিল্পীর পরিচয়। আসল মানুষের পরিচয়। ঘটনাটি পশ্চিবঙ্গের জিয়াগঞ্জে। ছেলেকে স্কুলে দিতে এসেছিলেন তিনি।

অরিজিৎ সিং নানা সাক্ষাৎকারে আগেও বলেছেন, তিনি নিদের শিকড়কে কখনই ভুলে যাননি। যে মাটি থেকে লড়াই শুরু, সেই মাটিতে বার বার ফিরে যেতে চান। তবে মুখে বললে, সবাই কি আর তা করতে পারে, অরিজিৎ কিন্তু করেছেন। আর তাই তো সবার নয়নের মণিও তিনি। প্রতিবেশিরা বলেন, অরিজিৎ নাকি এরকমই। যখন জিয়াগঞ্জে আসেন তখন নিজে হাতেই সব কিছু করেন। স্কুটি চড়ে ঘোরেন, বাজার করেন। অরিজিতের মধ্যে কোনও স্টারসুলভ আচরণই থাকে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে