শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১১:৩৮:৩৮

রাজকন্যার সন্ধান পেল ‘মিস ফেমিনা ২০১৬’

রাজকন্যার সন্ধান পেল ‘মিস ফেমিনা ২০১৬’

বিনোদন ডেস্ক : রাজকন্যার সন্ধান পেয়ে শেষ হল মিস ফেমিনার এবারের আসর৷ 'মিস ফেমিনা ইন্ডিয়া কলকাতা ২০১৬'-এর সেরা সুন্দরীর শিরোপা তুলে নিলেন রাজকন্যা বরুয়া৷ এদিন কলকাতার সুইস হোটেলে মিস ফেমিনার বিচারকের আসনে ছিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, চুর্নি গাঙ্গোপাধ্যায়, ফ্যাশন ডিজাইনার দেব ও নীল ও মঞ্জরী আগরওয়াল৷ বেশ কিছু শহরের পাশাপাশি গুয়াহাটি, ভুবনেশ্বরের মতো ছোট ছোট শহর থেকে প্রতিযোগীরা ফেমিনার লড়াইয়ে নেমে পরেছিলেন৷ তবে শেষ হাসি হাসলেন গুয়াহাটির রাজকন্যা বরুয়া৷ অন্যদিকে  দ্বিতীয় স্থানে সুস্মিতা রায় ও তৃতীয় স্থানের অধিকারিণী হয়েছেন আদ্য নিরজ৷

মিস ফেমিনা কলকাতা ২০১৬-এ জয়ী হওয়ার পর রাজকন্যা বরুয়া জানালেন, 'আমার আত্মবিশ্বাস, জয়ী হওয়ার প্রবল ইচ্ছা হয়তো বিচারকদের প্রভাবিত করেছিল৷ তাই ফেমিনার মুকুট পরতে পারলাম৷' বিচারকের ভূমিকায় কোয়েল মল্লিক জানিয়েছেন, 'ফেমিনায় প্রতিযোগীতা হিসেবে এই পর্যন্ত আসাটাই একটা বড় ব্যাপার৷ যারা জিতেছে তাদের আমি অভিনন্দন জানাচ্ছি৷ এখানে সবাই উইনার্স৷ সবাই কঠিন পরিশ্রম করেই এই পর্যন্ত এসেছে৷

শেষ রজনীতে গানের তালে স্টেজ মাতালেন সঙ্গীতশিল্পী ঊষা উথ্থুপ৷ অভিনেত্রী শিবানী ডান্ডেকর ও ডান্স কোরিওগ্রাফার পুনিত পাঠকও কোমর দোলালেন বেশ কিছু গানে৷  ১৪জন প্রতিযোগীও কম গেলেন না৷  ক্যাট ওয়াক থেকে শুরু করে নাচ৷ বিচারকদের প্রভাবিত করার জন্য যথেষ্ট চেষ্টা করলেন প্রতিযোগীরা৷
১৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে