বিনোদন ডেস্ক : ব্যাপারটা ছিল নেহাতই একটা প্রচার। তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল স্মৃতির সফর। যেমনটা দেখা গিয়েছিল 'করণ অর্জুন' ছবিতে, সালমান খান এবং শাহরুখ খানকে। এই ছবিতে তাদের আদলে যেই টিজারটি তৈরি করা হয়েছে সেটি নিয়েই শুরু হয়েছে সমালোচনা। আর, সেই ছোট্ট একটা টিজারের জন্যই এবার আদালত মামলা করা হল শাহরুখ খান এবং সালমান খানের নামে। অভিযোগ, টিজারে হলেও মন্দিরে জুতা পরে ঢুকেছেন দুই তারকা। আর তার কারণেই আঘাত লেগেছে ধর্মীয় সংহতিতে, এমনটাই দাবি অভিযোগকারীদের।
টিজারটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই হিন্দু মহাসভা ব্যাপারটা নিয়ে তাদের বিক্ষোভ জানায়। সেই বিক্ষোভের কারণেই এবার এসে পড়ল উত্তরপ্রদেশের মীরাটের আদালতে। মামলাটি করেছেন মীরাটের হিন্দু মহাসভার মুখপাত্র ভারত রাজপুত।
তার বক্তব্য, যতই ব্যাপারটা শুটিং হোক না কেন, তারকাদের এই আচরণ ক্ষমার অযোগ্য। তাদের এই আচরণ প্রথমত আঘাত হেনেছে হিন্দু মানসিকতায়। দ্বিতীয়ত, সমাজের ক্ষেত্রেও তারা খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন। তারা যদি এই আচরণ করেন তাহলে সাধারণ লোক তাদের কাছ থেকে শিখবে কি?
বিগ বসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শুটিংটি আসলে কোনও মন্দিরের মধ্যে হয়নি। এমনকি, সিনেমার সেটেও নয়। ওটা শুট করা হয়েছে ভিএফএক্স পদ্ধতিতে। একটা সবুজ পর্দার সামনে দাঁড়িয়ে শুটিং করেছিলেন শাহরুখ আর সালমান। পরে, ওই মন্দিরের দৃশ্যটা জুড়ে দেওয়া হয়।
আদালত অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। শুধু জানা গিয়েছে, ১৮ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
১৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই