বিনোদন ডেস্ক : পাহাড়ের ঝর্ণায় সাদা লাল পাড় সি থ্রু শাড়িতে কটা চোখের তরুণীকে বড় পর্দায় দেখে ভারতের লাখো পুরুষের হৃদকম্পন বেড়ে গিয়েছিল। সেই তরুণী ছিলেন রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মেঈলি’ ছবির অভিনেত্রী মান্দাকিনী। ১৯৯৬ সা্লে মুক্তি পেয়েছিল মান্দাকিনীর শেষ ছবি।
রাজ কাপুর তার ছোট ছেলে রাজীব কাপুরের ডেব্যুর সিনেমা জন্য যখন নায়িকা খুঁজছিলেন ঠিক সেই সময় পরিচালকের নজরে পড়েন বছর ২২ এর ব্রিটিশ ও কাশ্মীরি বংশোদ্ভূত এই নায়িকা। ১৯৮৫ সালে ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির মুক্তি পর রাতারাতি নাম যশ পেতে শুরু করেন। শুধু তাই নয় সেই সময় দাঁড়িয়ে সাহসী সব দৃশ্যে অভিনয় করার জন্য সে'ক্সি নায়িকার তকমা সেঁটে যায় তার গায়ে।
তবে মন্দাকিনী ফিল্মি কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবেন বিতর্ক তার বার বার পিছু নিয়েছে। তার সঙ্গে মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সম্পর্কের কথা বিভিন্ন জায়গায় চাউর হতে শুরু করে সেই সময়। যদিও সেই সম্পর্কের কথা নিজের মুখে কখনই স্বীকার করেননি মন্দাকিনী। তবে দাউদের সঙ্গে যে তিনি সাক্ষাৎ-এ যান সেই বিষয়টি মেনে নিয়েছিলেন অভিনেত্রী।