বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ০১:২৭:৩৬

জিতের নায়িকা হওয়ার জন্য ১২ কেজি ওজন কমিয়েছেন

জিতের নায়িকা হওয়ার জন্য ১২ কেজি ওজন কমিয়েছেন

বিনোদন ডেস্ক : কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বাবা ক্রীড়া সাংবাদিক। ছোট থেকেই ক্রীড়া জগতের রথী মহারথীদের সান্নিধ্যে বড় হয়ে ওঠা। অথচ খেলাধুলোর প্রতি আলাদা কোনও আকর্ষণ নেই তার। বরং স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার। তিনি কলকাতার টলিউডের নতুন মুখ লহমা ভট্টাচার্য। 

আগামী ২৯ এপ্রিল, শুক্রবার তাঁর প্রথম ছবি ‘রাবণ’ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। এ ছবিতে লহমার বিপরীতে থাকছেন সুপারস্টার জিৎ। লহমার কাছে ফিট থাকার অন্যতম অনুপ্রেরণা তার ‘জিৎ দা’ই। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘রাবণ’-এর ট্রেলার এবং কয়েকটি গানও। তাতেই দর্শকের নজর কেড়ে নিয়েছেন নবাগতা অভিনেত্রী।

অনেকেই বলছেন, ট্রেলারে লহমাকে দেখে প্রথম কাজ বলে মনে হচ্ছে না একেবারেই। বরং অনেক বেশি সাবলীল লাগছে। ছবির জন্য নিজেকে কী ভাবে প্রস্তুত করলেন লহমা তা নিয়ে দর্শকমহলে কৌতূহল জন্মেছে। অভিনয়ে জগতে আসার প্রস্তুতি পর্বের কথা জানালেন লহমা ভট্টাচার্য। পড়াশোনার সূত্রে বেশ কিছুটা সময় দেশের বাইরে কাটাতে হয়েছে তাকে। একাই থাকতেন সেখানে। 

ফলে ম্যাগি, চাউমিন, বাইরের খাবারই ছিল ভরসা। ওজনও বেড়ে গিয়েছিল বেশ খানিকটা। শ্যুটিং ফ্লোরে যাওয়ার আগে ১২ থেকে ১৩ কেজি ওজন কমিয়েছেন লহমা। এখন তিনি একেবারে মেদহীন, তন্বী। রইল লহমার রোজের খাদ্যাভ্যাসের তালিকা। শ্যুটিং না থাকলেও সকালে ওঠাই লহমার অভ্যাস। ঘুম থেকে উঠে চুমুক দেন লেবু ও মধু মেশানো গরম জলে। -আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে