বিনোদন ডেস্ক : এবার নতুন ব্যবসায় নেমেছেন এ সময়ের সমালোচিত অভিনেত্রী নিপুণ। এ এক ভিন্ন জগত তার। তাই দিন-রাত স্পা নিয়েই ব্যস্ত থাকছেন তিনি। এখন আর অভিনয়ের সেটে ব্যস্ত দেখা যায় না নিপুণকে। তবে কোনো নতুন মুভি বা বিজ্ঞাপনের কাজেও খানিক সময় নিচ্ছেন তিনি। নিপুণ বলেন, ‘নতুন ব্যবসা প্রতিষ্ঠান তাই কিছুটা গুছিয়ে নিতে চাই, তারপর বাকি সব হবে।’ উল্লেখ্য, সম্প্রতি ‘টিউলিপ’ নামে নতুন স্পা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলেন নিপুণ এবং এরপর থেকেই ফেসবুকে নিয়মিতভাবে এই প্রচারণায় রয়েছেন তিনি।
দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণের জীবনটাও অনেকটা চলচ্চিত্রের মত। ১৯৯৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়ার পর মস্কোতে চলে যান, সেখানে ২০০৪ সাল পর্যন্ত কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। এর মাঝে বিবাহবন্ধনে আবদ্ধও হন তিনি। বিবাহসূত্রে চলে যান যুক্তরাষ্ট্রে। ২০০৬ সালে দেশে ফিরে এলে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। অনেকটা শখের বশেই সিনেমায় অভিনয় করেন। দুর্ভাগ্য, প্রথম অভিনীত সিনেমা ‘রত্নগর্ভা মা’ নামের সেই চলচ্চিত্রটি মুক্তির আলো দেখে নি। ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আসেন নিপুণ। ২০০৮ সালে ‘সাজঘর’ চলচ্চিত্রের জন্য এবং ২০০৯ সালে ‘চাদের মত বউ’ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পাওয়ার পাওয়ার পরই জীবনের মোড় ঘুরে যায়, নিজেকে চলচ্চিত্রকেন্দ্রিক হিসেবে তৈরী করে নেন। অতি সম্প্রতি কলকাতার চলচ্চিত্রে অভিনয়ের ডাকও পেয়েছেন নিপুণ।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস