বিনোদন ডেস্ক : বলিউডের নায়িকারা কিন্তু প্রায় সময়েই খবরের লাইম লাইটে থাকেন। আর তার সঙ্গে যদি ক্রিকেটরা মিশে যান তাহলে তো আর কোনও কথাই নেই। তারপর যদি জানা যায় যে সুন্দরী বলি নায়িকাদের প্রেমে পড়েছেন ক্রিকেটাররা, ব্যস! সকলের নজর সেই দিকেই, মানে যেদিকে গেলে জানা যাবে কার প্রেমে কে মজেছেন।
সত্যিই বলতে প্রেমের খবর শুনতে একটু বেশিই ভালো লাগে সকলের, তাই না বলুন? চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্রিকেটাররা কোন কোন বলি নায়িকার রূপে, লাবন্যে মুগ্ধ হয়েছেন। তবে প্রেমে মজলেও শেষ পর্যন্ত বিয়ে কিন্তু হয়নি! কীভাবে ক্রিকেটার ও নায়িকাদের ডেটের ইনিংসের, সূত্রপাত দেখে নিন। আজকে প্রতিবেদন যেসব বলিউড নায়িকা ও ক্রিকেটারদের প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায়নিঅ
কিম শর্মার পর যুবরাজ সিং দীপিকা পাড়ুকোনের প্রেমে মজেছিলেন : যুবির প্রতি এক আলাদা ভালোবাসা মেয়েদের। তিনি প্রায় সব মেয়েদের ক্রাশ। শোনা যায় কিম শর্মার সঙ্গেও নাকি অন্যরকম সম্পর্ক ছিল যুবির। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি ডেট করেছিলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে।
যদিও জানা যায় কিমের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ দিনের ছিল। তবে, দীপিকার সঙ্গে তার সম্পর্ক কিন্তু স্বল্পস্থায়ী ছিল। তবে, এখন দীপিকা এখন রণবীর সিংয়ের সঙ্গে বেশ সুখেই সংসার করছেন। আর ব্যবসায়ী আলী পুঞ্জানিকে বিয়ে করে কেনিয়ায় চলে যান। যুবরাজ কিন্তু এখন হিজল কিচকে বিয়ে করেছেন।
একসময় ইশা শরভানি জাহির খানকে মন দিয়েছিলেন: চার বছর ধরে এক গভীর সম্পর্ক ছিল ইশা ও জাহিরের। যদিও সেটা চিরস্থায়ী হয়নি। যদিও কী কারনে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। একসময় এই জুটি ঘোষণা করেছিলেন, যে তারা বিয়ে করছেন না, বরং আলাদা হচ্ছেন। কথামত তারা দুজনেই নিজেদের জীবনসঙ্গী বেছে নেন। জাহির এখন 'চক দে ইন্ডিয়া'-এর অভিনেত্রী সাগরিকা ঘাটগকে বিয়ে করেন।
নীনা গুপ্তাররূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়েন ভিভিয়ান রিচার্ডস : আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হলেন স্যার ভিভ রিচার্ডস। থিয়েটার ও বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে প্রায় সকলেই চেনেন। শোনা যায় ভিভ রিচার্ডসের সঙ্গে নাকি নীনা দেবীর এক প্রেমের সম্পর্ক ছিল।
ভারতীয় অভিনেত্রী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের প্রেমে মজেছিলেন। যদিও তারা বিয়ে করেননি বলেই জানা গিয়েছে। তবে, পরবর্তী সময়ে তাদের কন্যা মাসাবার কথা প্রকাশ্যে আসে। যদি শোনা যায় তিনি নাকি তার মায়ের সঙ্গেই থাকেন।
অমৃতা সিংকে ভালোবেসে ছিলেন রবি শাস্ত্রী: জনসাধারণ রবি শাস্ত্রীকে খুব পছন্দ করতেন। তিনি ক্রিকেটার হিসাবে খুব নামকরা। সেই সঙ্গে তার সুন্দর চেহারার জন্য খুব পছন্দ করেন সকলে। ৮০ দশকের শেষের দিকে বলি ডিভা শেষের দিকে পা রাখছিলেন।
তাদের ভালোবাসার কথা কিন্তু সকলের স্মানেই স্বীকার করেছিলেন। যদি তাদের সম্পর্ক কিন্তু বেশিদিন টেকেনি। ১৯৯০ সালে রিতুকে বিয়ে কবে রবি। যদিও অমৃতা অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন। পরে সেই সম্পর্ক তার স্থায়ী হয়নি।
নাগমার প্রেমে পড়েন সৌরভ : কত মেয়েদের ক্রাশ দাদা, তা আর বলার অপেক্ষা রাখে না! শোনা যায় সকলের মত দাদাও কিন্তু প্রেমে মজেছিলেন নাগমার। যদিও এই ব্যাপারে তাকে কিছু বলতে শোনা যায়নি। এখন ডোনা গাঙ্গুলিকে বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি।
অমৃতা অরোরার প্রেমে পড়েছিলেন উসমান আফজাল: ক্রিকেটার উসমান আফজাল সঙ্গে নাকি অমৃতা অরোরার বিশেষ প্রেমের সম্পর্ক ছিল। তিনি কিন্তু এখন শাকিল লাদাককে বিয়ে করে বেশ সুখেই আছেন। এক বন্ধুর পার্টিতে গিয়ে এই জুটি প্রেমে পড়েছিলেন। যদিও তাদের প্রেম কিন্তু শেষ পর্যন্ত পরিণতি পায়নি।
রোহিত শর্মাকে ভালোবেসে ফেলেন সোফিয়া হায়াত : শোনা যায় একসময় নাকি রোহিত সোফিয়ার প্রেমে হাবুডুবু খেতেন। সোফিয়া বলিউডের সিনেমা করেছেন। ২০১২ সালে তারা যে ডেট করেছেন সেটা প্রকাশ্যে এসেছিল। যদি এটাও জানা যায় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। বিচ্ছেদের সঠিক কারণ কিন্তু জানা যায়নি। সূত্র : ওয়ান ইন্ডিয়া