বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ০৯:৩২:৩২

যা ফাঁস হওয়ায় এবার বড় বিপাকে মহেশ বাবু!

যা ফাঁস হওয়ায় এবার বড় বিপাকে মহেশ বাবু!

বিনোদন ডেস্ক: হঠাৎ বেশ বেশি আলোচনায় চলে আসেন মহেশ বাবু, অবশ্য সেটা তার এক বিতর্কিত মন্তব্যের কারণে। এদিকে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সরকারু ভারি পাতা’। 

তার কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে চলে আসে সম্পূর্ণ ছবিটি। শুধু টরেন্ট সাইটেই নয়। টেলিগ্রাম চ্যানেলেও দেখা যাচ্ছে এই ছবি। মনে করা হচ্ছে তামিল রকার্জই এই ছবিটি নানা সাইটে ছড়িয়ে দিয়েছে।

শুরুতেই অনলাইনের ফাঁস হয়ে যাওয়ায় ছবিটি বক্স অফিসে মার খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কুখ্যাত প্ল্যাটফর্মগুলি শুধু আঞ্চলিক ছবিই নয়, নানা হলিউড এবং বলিউড ছবিও লিক করে এসেছে।

অতীতে ‘আরআরআর’, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘অ্যাটাক’, ‘ভকিল সাব’ ‘ভীমলা নায়ক’, ‘গুড লাক সখী’, ‘রুহি’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো একাধিক ছবি নানা টরেন্ট সাইটে ফাঁস হয়ে গিয়েছে।

বলিউড নিয়ে মহেশ বাবুর বিতর্কিত মন্তব্যের পরেই উত্তাল বিনোদন জগৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশ জানিয়েছিলেন, বলিউডে যাওয়ার কোনও অভিপ্রায় তাঁর নেই। 

দক্ষিণী ছবিতে কাজ করে যা খ্যাতি এবং সম্মান অভিনেতা পেয়েছেন, তাতেই তিনি সন্তুষ্ট। মহেশ বলেন, “হিন্দি ছবির করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার মনে হয় না আমায় উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে। তাই সেখানে গিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার লক্ষ্য অনেক বড়।”

এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!

মহেশের এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। দক্ষিণী তারকার এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুকেশ ভাট, রাম গোপাল বর্মার মতো পরিচালকরা। তারই মধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ফাঁস হয়ে যাওয়ায় বড় বিপাকে এই অভিনেতা।

 

দিন কয়েক আগে একই ভাবে অনলাইনে লিক হয়েছিল যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। চলতি মাসে শুরুর দিকে হিন্দি ডাবিংয়ের ছবিটি ইউটিউবে দিয়ে দেওয়া হয়। টুইটার ব্যবহারকারীরা তৎক্ষণাৎ বিষয়টি ছবিটির প্রযোজনা সংস্থা হোমেবল ফিল্মসের নজরে আনেন। পাইরেসি আটকানোর জন্য গুগলের অন্তর্গত এই প্ল্যাটফর্মটি তড়িঘড়ি ছবিটিকে সরিয়ে দেয়।

তবে এই প্রথম নয়। দিন কয়েক রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ও একই ভাবে লিক হয়ে গিয়েছিল ইউটিউবে। তখনও খুবই তৎপরতার সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ছবিটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে