বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সবখানেই তিনি অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। তার মিষ্টি হাসি, নিখুঁত অভিনয় মুগ্ধ করে সবাইকে। কিন্তু আজকের অবস্থানে আসতে অপরাজিতাকে পার করতে হয়েছে কঠিন পথ।
ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি প্রযোজকের কুপ্রস্তাবও পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এসে অপরাজিতা জানান, ক্যারিয়ারের শুরুতে তারও স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার। সেজন্য সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু প্রযোজকের কুপ্রস্তাবের কারণে সেই কাজ করা হয়নি।
অপরাজিতা জানান, প্রযোজকের ঘনিষ্ঠজন এসে তার কাছে বলেছিল, ‘এই চরিত্রটা তুমিই করবে। কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন।’ এমন প্রস্তাব মেনে নিতে পারেননি অপরাজিতা। সেই প্রস্তাব না মানায় নায়িকা হওয়ার স্বপ্ন ভেঙে ছিল অপরাজিতার।
তাই সিদ্ধান্ত নেন, ছোট পর্দাতেই নিজেকে মেলে ধরবেন। সেই লক্ষ্যে টিভি সিরিয়ালে কাজ শুরু করেন এবং সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করেন। অভিনেত্রী জানান, টিভি পর্দায় কাজ করতে গিয়ে কখনোই কোনো আপত্তিকর প্রস্তাব পাননি তিনি।
এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!