বিনোদন ডেস্কে : ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন মৌসুমী। ২৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি অনেক ছবিতেই অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি একটা সময় ছবি প্রযোজনার কথা ভাবেন মৌসুমী। সে ভাবনা থেকেই ১৯৯৭ সালে ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এ প্রতিষ্ঠান থেকে মৌসুমীর নির্মিত প্রথম ছবি ‘গরীবের রানী’।
এরপর যথা বিরতিতে মুশফিকুর রহমান গুলজারকে দিয়ে ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবরকে দিয়ে ‘আমার বউ’ ছবি দুটি নির্মাণ করেন। তারপর আর ‘কপোতাক্ষ চলচ্চিত্র থেকে কোনো ছবি নির্মিত হয়নি।
দীর্ঘ সাত বছর পর নতুন এই ছবির মাধ্যমেই আবারও ছবি নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। এ ছবিতে মৌসুমী ও ওমর সানির অভিনয়ের ব্যাপারটি পুরোপুরি নিশ্চিত। এ ছবিতে থাকছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও। বিষয়টি নিশ্চিত করেছেন মৌসুমীর স্বামী ও ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। তিনি বলেন, ‘সবাই যাতে দেখতে পারে তেমন একটা ছবি বানানোর পরিকল্পনাই আমরা করেছি। ছবিটির ব্যবসায়িক দিকটাও আমরা খেয়াল রাখব।’
কিছু দিন আগে জানা গিয়েছিল, মেয়ে ফাইজার জন্মদিনে নতুন ছবির নাম ঘোষণা করবেন অভিনেত্রী মৌসুমী। ২৯ অক্টোবর মৌসুমীর মেয়ে ফাইজার জন্মদিন ছিল। সে দিনই মৌসুমী প্রযোজিত এই নতুন ছবির নাম ঘোষণা করার কথা।
শুরুতে এ ছবির নাম ‘আমি এতিম হতে চাই’ রাখা হলেও এখন আবারও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এমনটাই জানিয়েছেন মৌসুমী। এর মধ্যে ছবির নাম পরিবর্তন করা হলেও ঠিক এখনই ছবির নাম ঘোষণা করতে চাইছেন না মৌসুমী। অবশ্য তিনি জানিয়েছেন— নতুন ছবিটিই এখন তাঁর ধ্যানজ্ঞান।
নতুন ছবির কাজ শুরু করবেন মৌসুমী, তাই এখন বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে সময় তাঁর। তিনি এ প্রসঙ্গে বললেন, ‘আমার এখনকার ধ্যানজ্ঞান সবকিছুই নতুন ছবিটি নিয়ে। অনেক কিছু ভাবতে হচ্ছে। এখন কিন্তু দর্শকদের রুচির ক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। তাই দফায় দফায় ছবিটি নিয়ে বসতে হচ্ছে। ছবিটির গল্প নিয়ে একাধিকবার বসেছিলাম। অনেক আলোচনা হয়েছে। মনে হচ্ছে, ভিন্ন কিছু দর্শকদের উপহার দিতে পারব।’
চলচ্চিত্র জগতের এক অনন্য নাম অভিনেত্রী মৌসুমী। যিনি তার রূপে গুণে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। নব্বই দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি সমান জনপ্রিয়। ২৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন দুই শতাধিক ছবি। গত বছরের ঈদেও মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ছবি ‘আশিকী’। শিগগির নিজেদের প্রোডাকশন হাউজ ‘স্বাধীন’ থেকে নির্মাণ করবেন পরবর্তী ছবি।
অভিনেত্রী মৌসুমী তার বর্তমান পথচলা নিয়ে বলেন, ‘আমাকে হয়তো নতুন করে এখন কোনো পরিচালক ভাবছে না, হয়তো এজন্য ছবি করছি না। আর আমার প্রোডাকশন হাউজ আছে। সেখানে আমিসহ আমার টিম নিয়মিত কাজ করছি। শিগগিরই স্বাধীন প্রোডাকশন হাউজ থেকে আমি ও সানি একসঙ্গে একটি ছবিতে কাজ শুরু করবো।
ব্যাটে বলে মিললে নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবি সাইনও করেছি, মানে পাকা কথা দিয়েছি। স্ক্রিপ্ট রেডি হলে কাজ শুরু করবো।’ এছাড়া ‘রাত্রীর যাত্রী’ ছবির কাজ বিষয়ে তিনি বলেন, ‘একটু কাজ বাকি আছে।
এ ছবিতে আমার চরিত্রের নাম ময়না। এ ছবিটিতে একটি মেয়ের জার্নি দেখানো হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি।’
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ