শুক্রবার, ২০ মে, ২০২২, ০৭:২৯:১৪

মহেশকে সমর্থন জানিয়ে যা বললেন অমিশা পটেল

মহেশকে সমর্থন জানিয়ে যা বললেন অমিশা পটেল

বিনোদন ডেস্ক : এমনিতে তিনি শান্তশিষ্ট বলেই পরিচিত। কিন্তু একটি মন্তব্যেই প্রায় গোটা বলিউডকে ক্ষেপিয়ে তুলেছেন দক্ষিণী তারকা মহেশ বাবু। দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকে ছবিতে নেওয়ার মতো সামর্থ্য হিন্দি ইন্ডাস্ট্রির নেই। ব্যস, তার পরেই শুরু বিতর্ক।

এ সবের মাঝেই দক্ষিণী অভিনেতার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী অমিশা পটেল। তাঁর বিশ্বাস, কাউকে অপমান করার জন্য মহেশ সেই মন্তব্য করেননি। অভিনেত্রীর কথায়, “মহেশ খুব সহজ ভাবে একটা কথা বলেছিল। কাউকে আঘাত করার জন্য কোনও কিছু বলেনি ও। এই কথাটা নিয়ে এত চর্চার প্রয়োজন নেই। ও খুবই সৎ একজন মানুষ। মহেশ কখনও ভুল কিছু করতেই পারে না।”

বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন অমিশা। অভিনয় করেছেন পবন কল্যাণ, জুনিয়র এনটিআরের মতো তারকাদের সঙ্গে। ‘নানি’ ছবিতে মহেশের বিপরীতেও দেখা যায় তাঁকে। বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রি তরজা নিয়ে তিনি বলেন, “এ ধরনের বিতর্ক থেকেই যাবে। কারণ কিছু মানুষ সমস্যা তৈরি করতে ভালোবাসেন। আমার এগুলো খুব তুচ্ছ বলে মনে হয়।”

বলিউড নিয়ে মহেশ বাবুর বিতর্কিত মন্তব্যের পরেই উত্তাল বিনোদন জগৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশ জানিয়েছিলেন, বলিউডে যাওয়ার কোনও অভিপ্রায় তাঁর নেই। দক্ষিণী ছবিতে কাজ করে যা খ্যাতি এবং সম্মান অভিনেতা পেয়েছেন, তাতেই তিনি সন্তুষ্ট। 

মহেশ বলেন, “হিন্দি ছবির করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার মনে হয় না আমায় উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে। তাই সেখানে গিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার লক্ষ্য অনেক বড়।”

এর পর বলিউডের একাধিক তারকা মহেশের উপর ক্ষোভ উগরে দিলেও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন তাঁর একদা সহকর্মী।

প্রসঙ্গত, বহু দিন পর ফের পর্দায় ফিরতে চলেছেন অমিশা। সানি দেওলের বিপরীতে ‘গদর ২’ ছবিতে অভিনয় করবেন তিনি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’ আমিশার কেরিয়ারের দ্বিতীয় ছবি। 

দু’দশক পর তারই সিক্যুয়েলে কাজ করলেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি আর সানি মাঝখানে দু’টি ছবি করেছিলাম। সেগুলি বিশেষ সফল হয়নি। ‘গদর ২’ করাটা অনেকটা স্পাইডারম্যান আর ওয়ান্ডার ওম্যানের কস্টিউম পরার মতো। আমরা একটি চরিত্রে ফিরে এলাম।”

কেরিয়ারের শুরুটা মসৃণ হলেও অমিশার ঝুলিতে হিট ছবির সংখ্যা নেহাতই কম। ‘গদর ২’ কি তাঁর কেরিয়ারের দিশা ঘোরাবে? এখন সেটাই দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে