 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক: এই বছর কেজিএফ-২ জনপ্রিয়তা ও ব্যবসার দিক থেকে সব ছবিকে ছাড়িয়ে গিয়েছে। সেই রেশ কাটার আগেই এবার কেজিএফ নির্মাতা ও প্রযোজকরা তাদের পরবর্তী প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছে।
ছবির প্রযোজনা সংস্থা 'হম্বল ফিল্মস’ তাদের পরবর্তী ছবির ঘোষণা করল। ছবির নাম 'বাঘীরা', তাদের পরবর্তী থ্রিলার ছবি। এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন প্রশান্ত নীল। কেজিএফ-২ ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির মহরত সেরে ফেললেন পরিচালক প্রশান্ত নীল।
২০ মে বেঙ্গালুরুতে ছবির মহরত হয়ে গেল। এই ছবিতে ফের প্রশান্ত নীলের পরিচালনায় কাজ করবেন শ্রী মুরলী। বাঘীরা ছবির চিত্রনাট্য লিখছেন প্রশান্ত এবং এই ছবির পরিচালনায় রয়েছেন ডাঃ সুরি। শ্রী মুরলির জন্মদিন উপলক্ষ্যে ছবির প্রথম লুক পোস্টার প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে।
তবে ছবিতে আর কে কে অভিনয় করবেন সেই ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রশান্ত টুইটারে এই ছবির মহরতের কিছু ছবি শেয়ার করেছেন। গত বছর কেজিএফের নির্মাতারা বাঘীরা ছবির পোস্টার প্রথম প্রকাশ্যে আনেন, যেখানে শ্রী মুরলিকে শীর্ষ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল।
ক্যাপশনে লেখা হয়েছিল, 'সমাজ যখন জঙ্গলে পরিণত হয়.. আর বিচারের জন্য শুধু একটি শিকারী গর্জন করে।’ ফিল্মটি এমন একজন পুলিশকে ঘিরে আবর্তিত হয়েছে যে অপরাধীদের বিচারের জন্য একরকম সতর্কতা অনুসরণ করে।