রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:০৭:৩৬

পাকিস্তানে রাজ কাপুরের ৯৮ বছরের সেই বাড়িটি ভেঙে দিল

পাকিস্তানে রাজ কাপুরের ৯৮ বছরের সেই বাড়িটি ভেঙে দিল

বিনোদন ডেস্ক : গতকাল রাত পর্যন্ত সগৌরভে দাড়িয়ে ছিল এই বাড়িটি। কিন্তু সকাল হতেই তা একে বারে গুড়িয়ে দেয়া হল। পাকিস্তানে নিশ্চিহ্ন হয়ে গেল রাজ কাপুরের জন্মভিটা। ভেঙে ফেলা হল 'কাপুর হাভেলি' নামের বাড়িটি। ৯৮ বছর আগের চার তলা এই ভবনটি ভাঙতে খুব বেশি সময়ও লাগেনি। ওই বাড়ি সংরক্ষণের জন্য অনুমতি ছেয়েও শেষ পর্যন্ত তা কেন সম্ভব হল না, এই নিয়ে প্রশ্নের শেষ না থাকলেও শেষ হয়ে গেল রাজ কাপুরের ছেলে বেলার সেই স্মৃতির বাড়িটি।

১৯২৪ সালের ১৪ ডিসেম্বর, কাপুর পরিবারের হাভেলি ভবনেই জন্মগ্রহণ করেছিলেন বলিউডের অন্যতম তথা ভারত শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম রাজ কাপুর। ১০ বছর বয়স থকেই নিজের অভিনয় প্রতিভা দিয়ে মন জয় করে আসছেন এই অভিনেতা। ১৯৩৫ সালে 'ইনকিলাব' ছবিতে প্রথম অভিনয় করেন রাজ কাপুর। ১৯৪৭ সালে 'নীল কমল' ছবিতেই খ্যাতি লাভ করেন তিনি। 'বুট পলিশ', 'সঙ্গম', 'মেরা নাম জোকার', 'আওয়ারা'-সিনেমাগুলি ভারতীয় চলচিত্রের এক একটি মহাকাব্য।
১৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে