শনিবার, ২৮ মে, ২০২২, ০৪:৪৬:২৯

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লো এই পাকিস্তানি সিনেমা

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লো এই পাকিস্তানি সিনেমা

বিনোদন ডেস্ক: প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বমঞ্চে স্থান করে নিয়েছে পাকিস্তানি ছবি। তরুণ নির্মাতা সায়েম সাদিকের ‘জয়ল্যান্ড’ যেন পাকিস্তানিদের আনন্দে ভাসাল। প্রথমবার পুরষ্কার জিতে কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লো এই পাকিস্তানি সিনেমা।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই বিভাগে জুরি প্রাইজ জিতে নেয় পাকিস্তানের ছবি ‘জয়ল্যান্ড’। নাম ঘোষণার পরপরই সায়েম সাদিককে অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায়। 

‘জয়ল্যান্ড’ সিনেমাটি পাকিস্তানের লি'ঙ্গবৈ'ষম্য দূর করার গল্পে নির্মিত। কানে ‘জুরি পুরস্কার’জয়ী এই সিনেমার মতোই গত বছর একই বিভাগে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নেয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে