রবিবার, ২৯ মে, ২০২২, ০৯:৩৭:৫২

প্রকাশ্য দিবালোকে জনপ্রিয় গায়ককে গুলি করে হত্যা, এলাকা রণক্ষেত্র

প্রকাশ্য দিবালোকে জনপ্রিয় গায়ককে গুলি করে হত্যা, এলাকা রণক্ষেত্র

বিনোদন ডেস্ক : প্রকাশ্য দিবালোকে গু'লিবি'দ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসে ওয়ালা। রোববার (২৯ মে) পাঞ্জাবের মানসা জেলায় এই ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

এই গায়কের পুরো নাম শুভদীপ সিং সিধু। তবে তিনি শ্রোতাদের কাছে সিধু মুসে ওয়ালা নামে পরিচিতি। গায়ক, গীতিকার, র‍্যাপার ও অভিনেতা সিধু জড়িত ছিলেন রাজনীতির সঙ্গেও। 

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন। তবে আম আদমি দলের প্রার্থীর কাছে ৬৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

শোনা যাচ্ছে, রাজনৈতিক প্রতিহিং'সার শিকার হয়েছেন সিধু। নির্বাচনে পরাজয়ের পর আম আদমি পার্টিকে যারা ভোট দিয়েছেন, তাদেরকে ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করেছিলেন নিজের গানে। 

এছাড়া নানানভাবে হিং'সা'ত্মক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগ ছিল সিধুর বিরুদ্ধে। তাহলে কি সেই রোষেই প্রাণ গেল গায়কের? প্রশ্ন উঠছে অনেকের মনে।

মৃত্যুর আগে থেকেই অনিরাপত্তায় ভুগছিলেন সিধু মুসে ওয়ালা। এজন্য তার আলাদা নিরাপত্তা ব্যবস্থা ছিল। তবে সম্প্রতি সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়। এরপরই প্রকা'শ্যে গু'লি করে তাকে হ'ত্যা করা হয়েছে। এমন ঘটনায় হতবাক সবাই।

রোববার দুপুরে পাঞ্জাবের মানসা জেলার জাওয়াহারকে এলাকায় সিধু মুসে ওয়ালার উপর হামলা হয়। এ সময় এলাকাটি অনেকটা রণক্ষেত্রে রূপ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রায় ৩০ রাউন্ড গু'লি ছোঁ'ড়া হয়েছিল বলে খবর এসেছে।

উল্লেখ্য, পাঞ্জাবের তরুণ গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় সিধু মুসে ওয়ালা। তার গাওয়া ‘সো হাই’, ‘ওল্ড স্কুল’, ‘২৯৫’, ‘সেম বিফ’সহ বহু গান ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। এমনকি তার নিজের ইউটিউব চ্যানেলেও ১ কোটির বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে