মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১১:২৪:৩১

‘ভুল ভুলাইয়া ২’ সাফল্যের পর এবার যে সিদ্ধান্ত নিলেন কার্তিক আরিয়ান

‘ভুল ভুলাইয়া ২’ সাফল্যের পর এবার যে সিদ্ধান্ত  নিলেন কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি তার বহুল আলোচিত সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পায়। মুক্তির পর থেকেই প্রসংশায় ভাসছেন তিনি। সিনেমাটি ভালো ব্যাবসা করেছে বক্স অফিসে। এরইমধ্যে কমেডি ও হরর সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।

এমন সাফল্য পেয়ে পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা। আগে তিনি একটি সিনেমার জন্য পারিশ্রমিক নিতেন ১৫ থেকে ২০ কোটি। কিন্ত ‘ভুল ভুলাইয়া ২’ সাফল্যের পর তা বাড়িয়েছেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা।

২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ সিনেমাটি মুক্তি পায়। এতে ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এখনও ভক্তরা এ সিনেমাটির কথা ভুলেননি। অক্ষয়ের ক্যারিয়ারের ব্যবসাসফল সিনেমা ছিলো এটি।

সেটির সাফল্যের প্রেরণায় আনিস বাজমি নির্মাণ করলেন সিক্যুয়েল। এখানে কার্তিক আরিয়ানের নায়িকা কিয়ারা আদভানি। আরও আছেন টাবু ও রাজপাল যাদব। সূত্র: হিন্দুস্থান টাইমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে