বৃহস্পতিবার, ০২ জুন, ২০২২, ০১:৪৩:৩০

লাখো তরুণীর মন ভেঙে বিয়ে করলেন হার্টথ্রব নায়ক করণ

লাখো তরুণীর মন ভেঙে বিয়ে করলেন হার্টথ্রব নায়ক করণ

বিনোদন ডেস্ক: হিন্দি টেলি জগতের হার্টথ্রব নায়ক করণ ভি গ্রোভার সিঙ্গল তকমা ঘোচালেন। দীর্ঘদিনের বান্ধবী পপ্পি যব্বলকে বিয়ে করলেন এই পাঞ্জাবি। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে লাখো তরুণীর মন ভাঙেন করণ। বিয়ে নিয়ে এতদিন টুঁ শব্দটিও করেননি ‘উড়াড়িয়াঁ’ তারকা।

করণ পরেছিলেন হালকা গোলাপি রঙা শেরওয়ানি, মাথায় গাঢ় গোলাপি পাগড়ি। করণপত্নী পপ্পি সেজেছিলেন একদম একই রঙা লেহেঙ্গা চোলিতে। বিয়ের ছবি শেয়ার করে করণ লেখেন, ‘মে ডে! মে ডে!! অবশেষে আমরা বিয়েটা করেই ফেললাম’। গত ৩১ মে সাত পাক ঘুরেছেন দুজনে। 

জানা গেছে, হিমাচল প্রদেশে একদম ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন করণের কাছের বান্ধবী শামা সিকান্দার। বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে শামা। বিয়েটা চুপিসাড়ে করলেও টেলিপাড়ার বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন করণ-পপ্পি, এমনটাই জানা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে