সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১২:৫২:৫১

সানি লিওনকে দিল্লি সরকারের চিঠি

সানি লিওনকে দিল্লি সরকারের চিঠি

বিনোদন ডেস্ক : পানমশলার মতো ক্ষতিকারক মুখশুদ্ধির প্রচার যাতে না করা হয়, সে জন্য শাহরুখ খান, সানি লিওনি-সহ বলিউডের বেশ কয়েকজন নায়ক-নায়িকাকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে দিল্লি সরকার।

এ বিষয়ে শাহরুখ, সানি ছাড়াও অজয় দেবগণ, সাইফ আলি খান, গোবিন্দ, আরবাজ খানকে চিঠি দেয়া হয়েছে। চিঠি পাঠিয়েছেন দিল্লির অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা এস কে অরোরা।

বেশ কয়েকটি জনপ্রিয় পানমশলা সংস্থার বিজ্ঞাপনে বলিউডের ওই তারকদের নিয়মিত দেখা যায়। ওই সব পানমশলার প্রচার না করে অরোরা তাদের তামাক-বিরোধী প্রচারে অংশ নেওয়ার আর্জি জানিয়েছেন।

অরোরার জানিয়েছেন, পানমশলায় তামাকজাত পদার্থ বা নিকোটিন না থাকলেও সুপুরি থাকে। তার দাবি, সুপুরিও ক্যানসারের কারণ— গবেষণায় সে কথা প্রমাণিত। এছাড়া, ওই সব পানমশলার বিজ্ঞাপন পরোক্ষভাবে তামাকজাত পদার্থেরই প্রচার করছে।

চিঠিতে অরোরা জানিয়েছেন, বিশ্বের বাকি দেশগুলির তুলনায় ভারতীয় মহিলাদের মধ্যে তামাকজাত পদার্থ খাওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। যা চিন্তার বিষয়। এছাড়া, দেশের যুব সমাজের একটা বড় অংশ বলিউডের তারকাদের অনুকরণ করেন। ফলে শাহরুখ-অজয়েরা পানমশলার প্রচার করায় যুব সমাজের মধ্যে তা খাওয়ার প্রবণতাও বাড়ছে।

প্রসঙ্গত, শাহরুখ একটি সংস্থার পানমশলার বিজ্ঞাপন বাবদ অন্তত ২০ কোটি টাকা পান বলে জানা গিয়েছে।

তামাকজাত পদার্থ খাওয়ার প্ররোচনা দেওয়ার অভিযোগে গত নভেম্বরে অজয় দেবগণের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তামাকজাত পদার্থের প্রচার করায় বেশ কয়েকটি পানমশলা এবং তামাক সংস্থার বিরুদ্ধে দিল্লি সরকারও ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে।

এছাড়া, দিল্লিতে গুটখা নিষিদ্ধ করা হয়। কিন্তু তা এখনও কার্যকর হয়নি। কারণ, কয়েকটি তামাক প্রস্তুতকারক সংস্থা এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছে। যার শুনানি এখনও হয়নি।   
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে