সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৩:০০:২৪

নূরু মিয়া থেকে এবার আয়নাল ফকির তিনি

নূরু মিয়া থেকে এবার আয়নাল ফকির তিনি

বিনোদন ডেস্ক : অন্ধ ভিক্ষুক আয়নাল ফকির। রহস্যময় তিনি। আর এই অন্ধ ফকিরের চোখ দিয়ে একের পর এক গল্প তুলে ধরেছেন নির্মাতা প্রসূন রহমান। কে আয়নাল ফকির?

আয়নাল ফকির চরিত্রে দেখা যাবে অভিনেতা ফজলুর রহমান বাবু। তাকে এই চরিত্রে দেখা যাবে ‘ঢাকা ড্রিম’ ছবিতে।

নির্মাতার মতে, ‘ছবির গল্পে আয়নাল ফকির একজন সূত্রধর। একটি গল্পের সঙ্গে আরেকটি গল্পের যোগসূত্র ঘটায়।’

ফজলুর রহমান বাবু বললেন, ‘আমার তো সব ধরনের ছবি করা হয় না। এ কারণে ছবিতে কাজ করার প্রস্তাব তেমন পাই না। তবে ইদানীং পরপর কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছি। আমি যে ধরনের কাজ করতে চাই, চরিত্রগুলো ঠিক তেমনই।’

মানিকগঞ্জে ঢাকা ড্রিম ছবির শুটিং হয়েছে টানা তিন দিন। বাবু বললেন, ‘কাজ করে দারুণ লাগছে। গল্পটি অসাধারণ। এমন একটি গল্প নিয়ে চলচ্চিত্র হতে পারে, ভাবতেই পারিনি।’

প্রসূন জানান, ছবিটি মানুষের ঢাকায় আসার পেছনের কারণ আর যাত্রার দিনের অন্য রকম এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প। এদের মধ্যে আছে অন্ধ ভিক্ষুক, রিকশাচালক, নরসুন্দর, স্বামী পরিত্যক্তা নারী, যৌনকর্মী, ছাত্র, স্বল্প শিক্ষিত বেকার, খুনি, বাদাম বিক্রেতা, টেলিভিশনের রিয়েলিটি শোতে সুযোগ পাওয়া একজন প্রতিযোগী ও নদীভাঙনে গৃহহারা একটি পরিবার।

ছবিতে আরও অভিনয় করছেন নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক, সেরা জামান প্রমুখ।

ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী ও মমতাজ।
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে