রবিবার, ০৫ জুন, ২০২২, ০৫:৩১:৫৮

ভুল হয়ে গেছে, আমি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না: হিরো আলম

ভুল হয়ে গেছে, আমি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না: হিরো আলম

বিনোদন ডেস্ক: বেসুরো গলায় একের পর এক গান গেয়ে নেটমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে হিরো আলম। বগুড়ার ছেলে আশরাফুল হোসেন (হিরো আলম) দুই বাংলায় জনপ্রিয়। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন হিরো আলম। 

গানটি প্রকাশ্যে আসার পরই তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। সঙ্গীতশিল্পী বেলাল খান বলছেন, ‘ওর এই সব শিল্প মানহীন, কন্টেন্টে মোটেও দেশ জাতির কোনো উপকার নেই এবং এগুলো যেহেতু সে এখন বাণিজ্যিকভাবে নিয়মিত করছে, তাই আমাদের উচিত ওর সব কিছুই এড়িয়ে যাওয়া।' 

কেউ কেউ হিরো আলমের নামে মামলা করার হুমকিও দিয়েছেন। যদিও এ বিষয় নিয়ে হিরো আলমের মন্তব্য, ‘আমি অনেক গান গেয়েছি; কিন্তু রবীন্দ্রসঙ্গীত আসলে গাইনি। আপনারা যেটা দেখতেছেন, সেটা তো অল্প একটু গাইছি। একটা পিকনিকে গেছিলাম, সেখানে গাইছি। এইভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো না।’

যেই গানটি ভাইরাল হয়েছে সেইটা কোনও অফিসিয়াল গান নয় বলে জানিয়েছেন তিনি। রবীন্দ্রসঙ্গীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি, ওইটা অফিশিয়াল না। ভুল হয়ে গেছে, আমি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে