বুধবার, ০৮ জুন, ২০২২, ০২:৩৫:০৮

পুলিশের কাছে জবানবন্দি, সব কথা অস্বীকার করলেন সালমান

পুলিশের কাছে জবানবন্দি, সব কথা অস্বীকার করলেন সালমান

বিনোদন ডেস্ক: সালমান খানের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। তিনি জানিয়েছেন, কোনোরকম হুমকি ফোন পাননি তিনি। এমনকি তার সঙ্গে কারও শত্রুতা আছে এমন কোনো সম্ভাবনারও সব কথা অস্বীকার করলেন সালমান। সদ্য হুমকি চিঠি পেয়েছেন সালমান খান ও তার বাবা সেলিম খান।

বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করেছে। শোনা যায়, সেই সবের নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মঙ্গলবার এই ঘটনায় সালমান খানের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সেখানে সালমান জানিয়েছেন, তিনি কোনো হুমকি ফোন পাননি। 

সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, কারো সঙ্গে তার কোনো শত্রুতা নেই। এমনকি লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রারকেও চেনেন না তিনি। জনপ্রিয় পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার হ'ত্যাকা'ণ্ডে এরইমধ্যে লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

সূত্রের খবর, কৃষ্ণসার হ'ত্যা মামলা চলাকালীন সালমানকে ওই গ্যাং'স্টার হু'মকি দেন, যোধপুরেই খু'ন হতে হবে নায়ককে। নতুন করে সালামনের কাছে হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে কে, তা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। বাড়ানো এছাড়া বাড়ানো হয়েছে তারা নিরাপত্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে