বিনোদন ডেস্ক: বলিউডে এক সময়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হলেন কাজল। এখন তাকে সেভাবে অভিনয় করতে দেখা না গেলেও একসময় পরপর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তার সুদক্ষ অভিনয় দিয়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
তবে সিনেমার জগতে এতবছর অতিক্রম করার পর সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় নয়, একসময় চাকরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কেন? সম্প্রতি হিন্দি 'কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি ভার্সন 'কৌন হোনার ক্রোড়পতি’তে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল ও মা প্রবীণ অভিনেত্রী তনুজা।
১১ জুন রাত ৯ টায় দেখা যাদের তাদের। এমনই ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে কাজলকে বলতে শোনা গিয়েছে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউডে অংশ হতে চাইনি। আমি চাকরি করতে চেয়ে ছিলেন। আমি প্রতিমাসে চাকরি করে বেতন চেক পেতে চেয়েছিলাম।
মারাঠি ভার্সনের সঞ্চালক শচিন খেদেকর বলেন কাজল অন্য পেশা গ্রহণ করেনি, অভিনয়কে বেছে নিয়েছেন বলে তিনি খুব খুশি। নাহলে ভারতীয় সিনেমায় তার দুর্দান্ত অভিনয়ে মিস করতো সবাই। ১৯৬০ থেকে ৭০ দশকে তনুজা শীর্ষ স্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন।