সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৯:১৪:৪৫

চাঁদা তুলে তৈরি হওয়া সেই ছবির প্রথম ঝলক

চাঁদা তুলে তৈরি হওয়া সেই ছবির প্রথম ঝলক

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত সেই ছবি 'ইন্ডিয়া ইন আ ডে'-র প্রথম ঝলক মুক্তি পেয়েছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত ক্রাউডসোর্সড তথ্যচিত্র এ ছবির প্রযোজক এমি অ্যাওয়ার্ড এবং তিনটি অ্যাকাডেমি পুরস্কার জয়ী রিডলে স্কট। একাধিক সফল বাণিজ্যিক ছবির নির্মাতা অনুরাগ কাশ্যপের নির্দেশনায় তৈরি প্রথম ক্রাউডসোর্সড তথ্যচিত্র 'ইন্ডিয়া ইন আ ডে'। সদ্য মুক্তি পেয়েছে তার ট্রেলার। ছবির ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে রয়েছেন শেখর কাপুর এবং জোয়া আখতার।

অন্য বহু তথ্যচিত্রের থেকে এই ছবি ব্যতিক্রমী, কারণ অংশগ্রহণকারীদের নিজস্ব ভিডিয়ো ফুটেজ অবলম্বনেই ছবি তৈরি হয়েছে। গত ডিসেম্বর মাসে সুন্দর পিচাইয়ের ভাষণধন্য 'গুগল ফর ইন্ডিয়া' অনুষ্ঠানে ছবিটি প্রথম প্রদর্শিত হয়।

ছবির মূল বিষয় ভারতীয় জীবনে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা। ইন্টারনেটের প্রভাবে কী ভাবে ভারতবাসীর জীবনে পরিবর্তন এসেছে, প্রতি ফ্রেমে ফুটে উঠেছে সেই বিবরণ।

এই ছবিটি তৈরির জন্য সাধারণ লোকদের থেকে চাঁদা তুলে তৈরি কারা হয়েছে। চলতি বছরের শেষ ভাগে গোটা তথ্যচিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছে গুগল। আপাতত তার পয়লা ঝলকে মুগ্ধ হয়ে অপেক্ষার প্রহর গোণা শুরু।  
১৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে