বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ০৬:৪২:২০

জনপ্রিয়তায় আকাশ ছুঁলেও যে নায়িকারা স্কুলের গণ্ডী পার করতে পারেননি

জনপ্রিয়তায় আকাশ ছুঁলেও যে নায়িকারা স্কুলের গণ্ডী পার করতে পারেননি

বিনোদন ডেস্ক: অভিনয়ে জনপ্রিয় কিন্তু স্কুলের গণ্ডীতেই আটকে গিয়েছেন একাধিক বলিউড সেলেবরা। কর্মজীবনে অসংখ্যা মানুষের হৃদয় জয় করেন তারা। জনপ্রিয়তায় আকাশ ছুঁলেও যেসব তারকারা স্কুলের গণ্ডী পার করতে পারেননি, তাদের নিয়েই এই প্রতিবেদন।

ক্যাটরিনা কাইফ: বাবা এবং মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের কারণে ক্যাটরিনা কাইফ ছোট থেকেই তার মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। ১৪ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। ফলে পড়াশোনা বেশি দূর করতে পারেননি সে। পরিস্থিতির শিকার হয়ে বা অভিনয়ের উপর ফোকাস করার জন্যই তাদের পড়াশোনা চলে গেছে ব্যাকফুটে। 

কাজল: বলিউড সেলিব্রিটিদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও চালিয়ে নিয়ে গেছেন সমান গতিতে। তবে কাজল বলিউডের এক সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে"বেখুদি" দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তারপরেই পড়াশোনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছিলেন কাজল।  

কঙ্গনা রানাউত: কঙ্গনা ছোটবেলা থেকেই পড়াশোনায় একজন মনোযোগী ছাত্রী ছিলেন কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় পাস না করার কারণে বলি কুইন পড়াশোনা ছাড়ার সিদ্ধান্ত নেন এবং মডেলিংয়ে ফোকাস করেন।

কারিশ্মা কাপুর: মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন কারিশ্মা। "প্রেম কায়েদি" চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে, সাফল্য লাভ করে চলচ্চিত্রটি। জানা গেছে, কাপুরের এই মেয়ে পঞ্চম শ্রেণীও উত্তীর্ণ হতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে