মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৭:৫১:৩৭

রাশেদীনের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কনকচাঁপা

রাশেদীনের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কনকচাঁপা

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনকচাঁপা সোমবার অনেকটা নিরবেই ছুটে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। উদ্দেশ্যে ছিল উপজেলার মোগলাবাজারের বাসিন্দা সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদীন ফয়সালের পরিবারকে সান্তনা দেয়া।

রাশেদীন ফয়সাল স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের বিনোদন সাংবাদিক এবং কনকচাঁপার ফেসবুক পেজের অ্যাডমিন ছিলেন। গত বছরের ১৩ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ বাড়ি থেকে সিলেট শহরে আসার পথে লালমাটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে ২৫ জুলাই তিনি মারা যান।

মৃত্যুর আগ পর্যন্ত ফায়সালের পাশে ছিলেন সঙ্গীত শিল্পী কনকচাঁপা। ফয়সালের মৃত্যুর পরও কনকচাঁপা মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতেন।

সোমবার ফয়সালের এক বন্ধু জানান, কণ্ঠশিল্পী কনকচাঁপা সোমবার ১২টার দিকে রাশেদীন ফয়সালের মোগলাবাজারস্থ বাড়িতে যান। সেখানে তিনি প্রায় ২ ঘণ্টা সময় অবস্থান করেন। রাশেদীন ফয়সালের মা, ভাই-বোনের খোঁজখবরও নেন।

পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর কনকচাঁপা রাশেদীন ফয়সালের কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে