মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৯:৫২:১০

জিৎ-দেব-সোহম-অঙ্কুশ-ওমের সাতকাহন

জিৎ-দেব-সোহম-অঙ্কুশ-ওমের সাতকাহন

বিনোদন ডেস্ক : টলিউডে একসময় একছত্র আধিপত্য ছিল প্রসেনজিৎ-এর। এরপর মুম্বাই ছেড়ে কলকাতামুখী হোন মিঠুন। মুলত এদের দিয়েই টিকে ছিল এই ইন্ডাস্ট্রি।

তবে বর্তমানে এর আমূল পরিবর্তন এসেছে। কালের বিবর্তন এখন এই ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ৫ নয়কের দখলে। মুলত তাদের ছবি দিয়েই ব্যবসা করা হচ্ছে। এরমধ্যে আছে, জিৎ, দেব, সোহম, অঙ্কুশ ও ওম।

জিৎ : ২০১৫’তে ‘বেশ করেছি প্রেম করেছি’ শিরোনামে তার একটি ছবি মুক্তি পয়েছিল। সে ছবিতে কোয়েলের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ছবি মোটামুটি ব্যবসা করেছিল।

এ বছর রাজীব বিশ্বাস পরিচালিত ছবিতে অভিনয় করছেন জিৎ। রয়েছেন নুসরত জাহান এবং সায়ন্তিকা। ‘এসকে মুভিজ’ এবং বাংলাদেশের ‘জাজ মাল্টিমিডিয়া’র যৌথ প্রযোজনায় ‘বাদশা’ ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

জিৎ সম্পর্কে ইন্ডাস্ট্রির মত: বাকি সব নায়কেরা যেখানে অন্য ধারার ছবির দিকে ঝুঁকেছেন, সেখানে জিৎ এখনও নিজের অবস্থানে অবিচল। মসালা ছবির প্রতি তার সম্পূর্ণ আস্থা। কিন্তু মুশকিল হল, মসালা ছবিতেও তো মৌলিক চিত্রনাট্য লেখা যায়! জিতের ‘বেশ করেছি...’ও তেলুগু ছবির রিমেক। টেলিভিশনে দর্শক দক্ষিণী ছবিগুলোর ডাব্‌ড ভার্সন আগেভাগেই দেখে ফেলেন। তাই নতুন করে হল’এ দেখতে যাওয়ার মানে থাকে না। মৌলিক চিত্রনাট্যে ছবি না করার জন্য জিৎ’কে দোষারোপ করা উচিত নয়। কিন্তু তার মতো অভিনেতা যদি এই দাবি না তোলেন তো কে তুলবে! আর ভক্তেরাও বোধহয় তাকে অন্য ধারার ছবিতে দেখতে চান।

দেব : গত বছর দেবের ‘হিরোগিরি’ ফ্লপ। ‘শুধু তোমারই জন্য’ হিট। ‘আরশি নগর’ ফ্লপ। মানে, নেহাতই মাঝারি অবস্থানে রয়েছেন তিনি!

এ বছর দেব অনেকদিন ধরেই অন্য ধারার ছবিতে চেষ্টা করছেন। মসালা বাণিজ্যিক ছবি তুলনায় কম করছেন। এ বছর এখনও পর্যন্ত তার হাতে যে ছবিগুলো রয়েছে, সব ক’টাই অন্য ধারার। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকর’ এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড় টু’।  

দেব সম্পর্কে ইন্ডাস্ট্রির মত, শুধু দক্ষিণী কপিমূলক ছবি দিয়ে যে অভিনেতা হওয়া যায় না, সেটা বেশ ভালই বুঝেছেন দেব। তাই অন্য ধারার ছবিতে মন দিচ্ছেন। যে কারণে নিজের প্রযোজিত প্রথম ছবিটিও তিনি আরবান জঁরেরই করছেন। যেখানে তার সঙ্গে শুভশ্রীকে দেখা যাবে। আর সবটাই বেশ হিসেব কষে করছেন দেব। এমনিতেই বাণিজ্যিক ছবির ব্যবসায় মন্দা দেখা যাচ্ছে। সুতরাং ছবি-বাছাইয়ে রদবদল না আনলে যে ভক্তসংখ্যা ধরে রাখা মুশকিল হবে, সেটা তিনি ভাল মতোই জানেন।

তবে ইন্ডাস্ট্রির একাংশের মতে, অন্য ধরার ছবির পাশাপাশি দেবের মসালা ছবিও করা উচিত। কারণ ওগুলোই তাকে জনপ্রিয়তা দিয়েছে। শুধু জোর দিতে হবে গল্প বাছাইয়ের ক্ষেত্রে।

অঙ্কুশ : গেল বছর তার ‘জামাই ৪২০’ হিট। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ এবং ‘আশিকি’ মাঝারি ব্যবসা করেছিল।

এ বছর আপাতত তার হাতে দু’টো ছবি রয়েছে। একটি বাণিজ্যিক। আরেকটা অন্য ধারার। রবি কিনাগির ‘কী করে তোকে বলব’ ছবিতে অঙ্কুশের সঙ্গে রয়েছেন মিমি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকর’এও কাজ করছেন অঙ্কুশ।

অঙ্কুশ সম্পর্কে ইন্ডাস্ট্রির মত: অঙ্কুশের ক্যারিয়ার মন্দ নয়। কিন্তু একটা ব্লকবাস্টার এবার তার দরকার। ‘এসকে ফিল্মস’এর গণ্ডি ছাড়িয়ে বেরনোর সিদ্ধান্তটা অবশ্যই ভাল। গল্প বাছাইয়ের ক্ষেত্রে আরও একটু নজর দিলে ভাল হয়। রিমেকের বদলে মৌলিক চিত্রনাট্যে কাজ করার চেষ্টা করা উচিত অঙ্কুশের। সৃজিতের ছবিতে অভিনয় তাকে আরও অভিজ্ঞ করবে।

সোহম : গেলো বছরে ‘অমানুষ টু’ আর ‘ব্ল্যাক’ চলেনি। ‘কাট-মুণ্ডু’, ‘জামাই ৪২০’ এবং ‘শুধু তোমারই জন্য’ হিট করেছে।

চলতি বছরে একদম চূড়ান্ত না হলেও সোহমের হাতে গোটা দুয়েক ছবি রয়েছে। একটা ছবির শ্যুটিং ফেব্রুয়ারির শেষে শুরু হওয়ার কথা।

সোহম সম্পর্কে ইন্ডাস্ট্রির মত: সোহমের এবার একটা বড় সিঙ্গল হিট দরকার। গত বছর তার হিট ছবিগুলো সবক’টাই অনসম্বল কাস্টের। তার প্লাস পয়েন্ট, বাণিজ্যিক ছবিতেও তিনি গল্প বাছাইয়ে জোর দেন। বাণিজ্যিক ছবির নায়কদের মধ্যে সোহমের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কথা বলা হয়। চাইলে তিনি অন্য ধারার ছবিও করতে পারেন। সেই ‘পোটেনশিয়াল’ তার রয়েছে। তবে সত্যিই যদি নির্বাচনে লড়েন, তাহলে ক্যারিয়ারে কতটা মন দিতে পারবেন সন্দেহ রয়েছে!

ওম : ২০১৫ সালে তার একটি মাত্র ছবিই মুক্তি পেয়েছে। ‘অগ্নি’। বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি তেমন ছাপ ফেলতে পারেনি।

চলতি বছরের শুরুতেই ‘অঙ্গার’ মুক্তি পেয়েছে। বক্স অফিস তেমন আশাব্যঞ্জক নয়। ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘হিরো ৪২০’। ছবিতে তার সঙ্গে রয়েছেন রিয়া সেন এবং নুসরত ফারিয়া। আরও একটি ছবিতে ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে কাজ করার কথা ওমের।

ওম সম্পর্কে ইন্ডাস্ট্রির মত: ওম আগে অন্য ধারার ছবি করেছেন। গোয়েন্দা গল্প ‘অর্জুন’এ নাম-ভূমিকায় ছিলেন। যদিও সেখানে সাফল্য পাননি। আপাতত তিনি মন দিয়েছেন বাণিজ্যিক ছবিতে। ‘এসকে মুভিজ’এর ঘরের ছেলে হয়ে উঠছেন ক্রমশ। ইন্ডাস্ট্রিতে টিকে যেতে হলে তার অভিনয়ের ধার বাড়াতে হবে। ছবিতে বৈচিত্র্য না আনলে মুশকিল।
১৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে