শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১২:১৫:০০

আর তা দেখে সোজা টুইটারে লিখে ফেললেন মিমি

আর তা দেখে সোজা টুইটারে লিখে ফেললেন মিমি

বিনোদন ডেস্ক : বাংলার গ্রামে এমন হয় না! ওয়েব সিরিজে দেখে এমনটাই মত তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর। টুইট করে বাংলার গ্রাম ও বিধায়কদের নিয়ে সরব হলেন মিমি চক্রবর্তী!

তা মিমি ঠিক কী লিখেছেন টুইটারে?

মিমি লিখেছেন, ‘আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম। যেখানে দেখানো হয়েছে, গ্রামের মানুষ বিধায়কদের কাছে পৌঁছতে পারেন না। এমনকী, গ্রামের প্রধানেরও বিধায়কের কাছে পৌঁছতে কালঘাম ছুটে যায়। একটা রাস্তা তৈরির প্রয়োজন গ্রামে। সেকথা বিধায়কের অজানা।’

এই টুইটে মিমি আরও লেখেন, ‘আমাদের রাজ্যের সব বিধায়ক, সাংসদ, পার্টির নেতাদের কাছে সাধারণ মানুষ খুব সহজেই পৌঁছতে পারে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের মতো,দ্বিতীয় সিজনও দারুণ হিট। সেই ওয়েব সিরিজই দেখে ফেলেছেন মিমি। আর তা দেখে সোজা টুইটারে লিখে ফেললেন মিমি। বাংলার গ্রামের মানুষ যে অনেক ভাল আছেন, তাই জানিয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ।

সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘মিনি’। ছবিটিতে উঠে আসে মাসি ও বোনঝির গল্প। বক্স অফিসে বেশ ভালই সফল হয় ছবি। প্রশংসিত হয় মিমির অভিনয়ও।- সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে