শুক্রবার, ২৪ জুন, ২০২২, ০৫:৩০:২৪

কেমন জীবনসঙ্গী পছন্দ? জানালেন জাহ্নবী কাপুর

কেমন জীবনসঙ্গী পছন্দ? জানালেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক: বি-টাউনের নতুন প্রজন্মের নায়িকা। সকলের চোখ এখন জাহ্নবী কাপূরের দিকেই! তার পোশাক থেকে পুরুষ বন্ধু সব কিছু নিয়েই অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কেমন জীবনসঙ্গী পছন্দ? জানালেন জাহ্নবী কাপুর। 

জাহ্নবীর চাহিদা, তার হবু বর কাজের প্রতি শুধু দায়িত্বশীল হবেন এমনটা নয় বরং যে কাজ তিনি করবেন, তাতে যেন তার আবেগের প্রকাশ দেখা যায়। জাহ্নবী বলেন, “যে মানুষের কাজ দেখে আমি মুগ্ধ হব, যে আমাকে জীবনে অনেক কিছু শেখাবে, চেনাবে, তাকেই আমি আমার জীবনসঙ্গী হিসাবে ভাবতে পারব।”

এখানেই থেমে যাননি প্রযোজক বনি কাপূরের কন্যা। বলেছেন, তার ভালবাসার মানুষের মধ্যে অবশ্যই বুদ্ধিদীপ্ত রসিকতার ক্ষমতা থাকতে হবে এবং তিনি যেন জাহ্নবীতে মুগ্ধ হয়ে থাকেন, মজে থাকেন। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তারপরে আর থেমে থাকতে হয়নি শ্রীদেবী-কন্যাকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে