মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১১:২৪:১৮

হলুদ সাংবাদিক ঋতুপর্ণা

হলুদ সাংবাদিক ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : রাস্তায় দুর্ঘটনাগ্রস্তকে বাঁচানোর চেষ্টা করে একজন। অথচ ঘটনাচক্রে সে-ই প্রশ্নের মুখোমুখি হয়। বিপদগ্রস্তকে বাঁচানোর জন্য বাহবার বদলে জোটে কিছু অপবাদ! এমনই গল্প নিয়ে ‘আগুনের পাখি’ শিরোনামে ছবি বানাচ্ছেন পরিচালক অরূপ দে। এতে কেন্দ্রীয় চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, সায়নী দত্তকে দেখা যাবে।

নির্মাতা বলেন, ‘আমার ছবির মধ্যে একটা বার্তা রয়েছে। সোশ্যাল ক্রাইসিসের কথা বলে ‘আগুনের পাখি’। যেখানে কিছু কঠিন বাস্তব উঠে এসেছে।’

ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। ওই ঘটনাটি নিয়ে যে সাংবাদিক স্টোরি করতে চায়। যদিও পরিস্থিতির চাপে স্টোরিতে সত্যিটা উন্মোচন হয় না। বরং খানিক মিথ্যেই মিশে থাকে।

পরিচালকের মতে, বিষয়টা ‘ইয়েলো জার্নালিজ্‌ম’এর মতো। কিন্তু ঋতুপর্ণার চরিত্রটা শেষ পর্যন্ত ঘটনার পিছু ছাড়ে না।

ছবির নাম প্রসঙ্গে নির্মাতা অরূপ জানান, ‘দুর্ঘটনাগ্রস্ত মেয়েটি যেমন আগুনে জ্বলছে, তেমনই ঋতুপর্ণার বুকেও আগুন। সেই প্রেক্ষিতেই ছবির নাম।’

অরূপ এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু তোমার’ এবং টোটা রায়চৌধুরীর ‘শপথ’এর পরিচালনা করেছেন। এটা তার তৃতীয় ছবি।

বাস্তব ঘটনা নিয়েই ছবি। সেক্ষেত্রে কোনও সত্যি ঘটনা কি ছবির রেফারেন্স হয়েছে? ‘খুব সরাসরি না হলেও হয়েছে। খড়গপুরে ট্রেনে কাটা পড়ার ঘটনার উল্লেখ রয়েছে ছবিতে। কিছু সত্যি ঘটনার কোলাজও ব্যবহার করা হবে।’

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, মৌসুমী সাহা প্রমুখ। ছবির সংগীত পরিচালনায় কল্যাণ সেন বরাট।
১৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে