বিনোদন ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহেশ বাবু উজ্জ্বল একটি নাম। অভিনয় দক্ষতায় মজে তার আসমুদ্র হিমাচল ভক্তকূল। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। সেটা শুনলে আপনি হয়তো চমকে যেতে পারেন।
দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর লেটেস্ট ফলোয়ারটি হলেন নান আদার দ্যান বিজনেজ টাইকুন বিল গেটস। হ্যাঁ, একদমই ঠিক দেখেছেন। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে মহেশবাবুকে ফলো করতে শুরু করেছেন বিল গেটস।
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের পর আরও এক ভারতীয় অভিনেতা মহেশ বাবুকে টুইটারে ফলো করতে শুরু করেছেন বিল গেটস। এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত মহেশ ভক্তরা।
এই মুহূর্তে বিদেশের মাটিতে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ট করছেন মহেশ বাবু। স্ত্রী নম্রতা শিরোদকার আর মেয়ে হলিডে মুডে রয়েছেন এই দক্ষিণী সুপারস্টার। ইউরোপে ছুটি কাটিয়ে এখন আমেরিকায় রয়েছেন এই তারকা পরিবার।
সেখানেই লেজেন্ডারি বিজনেস টাইকুন বিল গেটসের সঙ্গে দেখা করেন মহেশবাবু। সুত্রের খবর অনুযায়ী, বিল গেটসেরও বিরাট ভক্ত এই দক্ষিণী সুপারস্টার। মাইক্রোসফ্টের আবিষ্কর্তা বিল গেটসের ফ্যান বয় মোমেন্ট হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র: এই সময়