সোমবার, ০৪ জুলাই, ২০২২, ০৩:৫৬:৩৯

সেই কারণেই আজও বিলাসবহুল জীবন কাটাতে পারেন রেখা

সেই কারণেই আজও বিলাসবহুল জীবন কাটাতে পারেন রেখা

বিনোদন ডেস্ক: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বলিষ্ঠতম অভিনেত্রী রেখা। ১৯৫৮ সালে তেলুগু ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সেই থেকেই টিনসেল টাউনে যাত্রা শুরু হয় রেখার। একের পর এক বলিষ্ঠ নারীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। 

তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বহু সিনেমা। বলা চলে, একসময় বলিউড হয়ে উঠেছিল রেখা কেন্দ্রিক। নাম ভূমিকায় অজস্র ছবি করায় একসময় অনেকটাই আয় করেছেন তিনি। বর্তমানে সিলভার স্ক্রিনে সেইভাবে দেখা যায় না সোনালি জমানার কিংবদন্তী অভিনেত্রীকে। 

তবে অ্যাওয়ার্ড শোগুলি নিয়মিত আনাগোনা তার। হাতে সিনেমা না থাকলেও ঠাটবাঁট কিন্তু বিন্দুমাত্র কমেনি রেখার। এখনও ভুবনমোহিনী অন্দাজে নজর কাড়েন তিনি। বিলাসবহুল জীবন অতিবাহিত করেন। কিন্তু, এখনও কী ভাবে দামী শাড়ি, দামী গাড়ির খরচ সামলান রেখা? আয় করেন কী ভাবে? 

আসলে একাধিক জায়গা থেকে ইনকাম করেন রেখা। মুম্বাই এবং দক্ষিণ ভারতে একাধিক বাড়ি রয়েছে প্রথিতযশা অভিনেত্রী। তার মধ্যে অনেকগুলি বাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন তিনি। মোটা টাকা ভাড়া পান সেখান থেকে। মাঝেমধ্যে সিলভার স্ক্রিনে অতিথি শিল্পী হিসাবে কাজ করেন রেখা। এর জন্যও ভালো পারিশ্রমিক নেন তিনি।

এখনও বিজ্ঞাপনের জগতে সক্রিয় রেখা। খুব বেশি অ্যাড ফিল্মে মুখ না দেখালেও, একগুচ্ছ ব্র্যান্ড এনডোর্স করেন তিনি। সেখান থেকেই ভালো আয় করেন। অতীতে রাজনীতির দুনিয়াতেও দেখা গিয়েছিল রেখাকে। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে একটা সরকারি ভাতা পান তিনি।

এছাড়াও প্রচুর ফিক্সড ডিপোজিট রয়েছে রেখার। ৪০ বছর ধরে যে ৪০ মিলিয়ন মার্কিন ডলার ইনকাম করেছিলেন তা সঞ্চয় করেছেন রেখা। মধ্যবিত্ত ধ্যানধারণায় বিশ্বাসী তিনি। আয়ের চেয়ে বেশি সঞ্চয়ের নীতিতে বিশ্বাস করেছেন আজীবন। আর সেই কারণেই আজ বিলাসবহুল জীবন কাটাতে পারছেন।

বর্তমানে বান্দ্রার বিলাসবহুল বাড়িতে একা থাকেন রেখা। বাঁশের উঁচু দেওয়াল দিয়ে ঘেরা তার বাড়ি। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা থাকে তাঁর বাড়ি। এখন কী ভাবে জীবন অতিবাহিত করেন রেখা, তা জানতে চান অনেকেই। 

তবে কাজ ছাড়া বাড়ির বাইরে উঁকি দেন না অভিনেত্রী। খুব বেশি ব্যয়ও করেন না তিনি। নতুন পোশাক, গাড়ি কিনতে দেখা যায় না তাকে। পুরানো কাঞ্জিভরম শাড়ি আর সোনার গয়না পরেন আজও। কিংবদন্তী অভিনেত্রীর সাজের নিজস্ব ঘরানা রয়েছে তার। সেই কারণেই পুরানো শাড়িতেও দুর্দান্ত লাগে তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে