সোমবার, ০৪ জুলাই, ২০২২, ০৮:১৬:৩২

অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন শাহরুখ-সালমান!

অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন শাহরুখ-সালমান!

বিনোদন ডেস্ক: বলিউডে জোর খবর। ফের নাকি জুটি বাঁধতে চলেছেন সালমান খান আর শাহরুখ খান! আর এই কাজটি করতে চলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার তথা বলিউড পরিচালক আদিত্য চোপড়া। হ্যাঁ, বলিউডে কান পাতলে আপাতত এই খবরই শোনা যাচ্ছে।

ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শত্রুতা ভুলে বহুদিন আগেই নতুন করে বন্ধুত্ব পাতিয়েছেন শাহরুখ ও সালমান। একে অপরের ছবির প্রচারও করেছেন। এমনকী, বিগবসে এসে শাহরুখ ও সালমান, ‘করণ অর্জুন’ ছবির নস্ট্যালজিয়াও ফিরিয়ে এনেছিলেন। 

তখন থেকেই বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছিল, সলমন ও শাহরুখ নাকি একসঙ্গে সিনেমা করার জন্য একেবারে তৈরি। তারা দুইজনে নাকি ঠিকঠাক চিত্রনাট্য খুঁজছেন। এ খবর কানে গিয়েছিল পরিচালক আদিত্য চোপড়ারও।

আর সেই কারণেই নাকি আদিত্য নড়ে চড়ে বসে নতুন এক ছবির চিত্রনাট্য লিখতে শুরু করেছেন। যা একেবারেই  শাহরুখ ও সালমানকে ভেবে। এমনিতেই শাহরুখের ‘পাঠান’ ছবিতে ছোট্ট চরিত্রে দেখা যাওয়ার কথা সালমানের। 

অন্যদিকে, সালমানের ‘টাইগার থ্রি’তেও নাকি থাকবেন শাহরুখ। আদিত্য চোপড়ার কথায়, এই দুটো ছবি খানিকটা মহড়াও বটে। এবার কোনও কেমিও চরিত্রে নয়, বরং বলিউডের পর্দায় দুই নায়ক জুটি বাঁধছেন অ্যাকশন থ্রিলারে।

হ্যাঁ, শাহরুখ ও সালমানকে মাথায় রেখে আদিত্য চোপড়া এক অ্যাকশন ছবিরই প্ল্যান করছেন। আগামী বছর জানুয়ারি মাসে শুরু হবে এই ছবির শুটিং। ১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত ‘করণ-অর্জুন’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ ও সালমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে