শনিবার, ০৯ জুলাই, ২০২২, ১২:৪২:৩৩

বাংলাদেশ থেকে এবার কলকাতায় হিরো আলম

বাংলাদেশ থেকে এবার কলকাতায় হিরো আলম

বিনোদন ডেস্ক : বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপনমনে কাজ করে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। বাংলাদেশ থেকে এবার কলকাতায় গেছেন নতুন একটি গানের শুটিং করতে। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

আসন্ন ঈদুল আজহাতেও তার দুটি গান রিলিজ হতে যাচ্ছে। বাংলাদেশের মডেল রিয়া মনিকে নিয়ে ‘কি করে বলি’ এবং সম্প্রতি কলকাতায় ‘কলকাতা মাইয়া’ শিরোনামের একটি গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন হিরো আলম, রায় ও সোনালী। গান গুলোর গীতিকার ও সুরকার সমীর সান্যাল, মিউজিক ডিরেকটর নৃপাংশু শেখর,

প্রযোজনায় জিও বাংলা টিভি ও বাগবাকুম এবং হিরো আলম অফিশিয়াল। পরিচালনা সালাউদ্দিন গোলদার (বাচ্চা)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে