বিনোদন ডেস্ক: ৪০ অতিক্রম করেছেন কিন্তু এখনো গ্ল্যামার কমেনি। এখনো মনে ঝড় তোলেন রাইমা সেন। জানতে চান কবে বিয়ে করবেন রাইমা। তবে তিনি কী ভাবছেন? বয়স ৪০ অতিক্রম করলেও বিয়ে নিয়ে একি বললেন রাইমা সেন।
তিনি আপাতত বিয়ের কথা ভাবছেন না রাইমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন রাইমা সেন। রাইমা মনে করেন বিয়েই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। স্বাধীন ভাবে নিজের শর্তে বাঁচতে বিশ্বাসী মুনমুন সেনের বড় মেয়ে।
এছাড়াও রাইমা নিজের মা-বাবা ছাড়া কারও কাছে কোনও জবাবদিহি করতে রাজি নন। বিয়ে বা ভালোবাসা, এসব নিয়ে একদমই কথা বলতে চান না। এসব নিয়ে কোনও প্রশ্ন, অযথা আগ্রহ পছন্দ নয় তার। বিয়ে ছাড়া তিনি অসম্পূর্ণ, এ কথা মানেন না মোটেই। কাজ নিয়ে ভালোই দিন কাটছে অভিনেত্রীর।
বিয়ের প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, 'ভাবেন বিয়ে করিনি বলে আমি সুখী নই এটা অনেকেই ভাবেন। কিন্তু আমি খুব ভালো আছি। ঠিক সময়ে ঠিক মানুষটাকে পেলে নিশ্চয়ই বিয়ে করব। এখনও ঠিক মানুষটাকেই পাইনি। বিয়েটা আমার জন্য বাধ্যতামূলক নয়। কারও প্রেমে পাগল হলে বিয়ে করার সিদ্ধান্ত নেব।'