বিনোদন ডেস্ক : রোববার (১০ জুলাই) ঈদের দিন দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। প্রথম দিনই দর্শকের প্রতিক্রিয়া জানতে স্টার সিনেপ্লেক্সে যান সিনেমাটির অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। দর্শকের উচ্ছ্বাস ভিডিওবন্দি করে শেয়ার করেছেন তারা।
এভাবেই যখন প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা, তখন পিছিয়ে নেই তার স্ত্রী পরিমণিও। সশরীরে তাদের সঙ্গে না থাকতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গত বছর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। এখন তাদের দুই থেকে তিন হওয়ার অপেক্ষা। নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রহর গুনছেন এ দম্পতি। অ'ন্তঃস'ত্ত্বা হওয়ার সুখবর দিয়েই হাতে থাকা সিনেমাগুলোর কাজ ঝটপট শেষ করেছেন পরীমণি। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন নায়িকা।