বিনোদন ডেস্ক : কাকিমা হলেন পিগি চপস। মালতীর পর আরও এক খুদের আগমন হওয়ায় বর্তমানে খুশির জোয়ার বইছে জোনাস পরিবারে। বৃহস্পতিবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সোফি টার্নার। সম্পর্কে প্রিয়াঙ্কার জা হন গেম অফ থ্রোনস খ্যাত অভিনেত্রী। বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সোফি। নীরব তাঁর স্বামী জো জোনাসও।
তবে তাঁদের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোফি টার্নার। এখনও পর্যন্ত খুদের নামকরণ করা হয়নি। ২০২০ সালের ২২ জুলাই প্রথম সন্তান Willa-র জন্ম দিয়েছিলেন সোফি। ঠিক দু' বছর পর জুলাই মাসেই তাঁদের দ্বিতীয় সন্তান জন্মাল।
এবার প্রশ্ন, এখনও কেন সন্তানের আগমনের খবর জানালেন না জো এবং সোফি? আসলে বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি গোপনে রেখেছেন তাঁরা। প্রে'গন্যা'ন্সির খবরও একেবারে শেষের দিকে ফাঁস করেছিলেন সোফি।
গত মে মাসে Met Gala চলাকালীন তাঁর বেবি বাম্প দেখা গিয়েছিল। এরপর জোর জল্পনা শুরু হয়। ওই সময় মার্কিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রে'গন্যা'ন্সির কথা স্বীকার করেছিলেন সোফি।
Sophie Turner বলেছিলেন, "আমার কাছে জীবনের অর্থ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। মেয়েকে বড় হতে দেখার মধ্যে যে আনন্দ আছে তা উপলব্ধি করছি প্রতি মুহূর্তে। আমি চাই, আমাদের পরিবার আরও বড় হোক।"
সোফি জানিয়েছিলেন, প্রেগন্যা'ন্সির সময় তাঁর দু' বছরের কন্যা একেবারেই বুঝতে পারেনি যে বাড়িতে আরও এক খুদের আগমন ঘটতে চলেছে। নায়িকার কথায়, "আমি নিজের বেবি বাম্পের উপর উইলার হাত রেখে বলতাম, বেবি। একটা পর্যায়ের পর ও নিজেই আমার পেটে হাত রেখে বেবি বলতে আরম্ভ করে। আমরা ভেবেছিলাম ও বুঝতে পারছে। কিন্তু, পরে ওর বাবার পেটে হাত রেখেও একইভাবে বেবি বলতে শুরু করে উইলা। তখন আমরা উপলব্ধি করি যে ও কিছুই বুঝতে পারছে না।"
প্রসঙ্গত, বর্তমানে সন্তান মালতীকে নিয়ে ভারী ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। কিছুদিন আগেই নিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "মালতী আমার জীবনে খুশির জোয়ার এনেছে। বাবা হিসেবে দায়িত্বও বেড়েছে।"-এই সময়